X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আমিরের আনন্দ সময় এবং ক্ষমা প্রার্থনা

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৯:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:৫৯

আমির খান যত গর্জে তত বর্ষে না। বলিউড বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘থাগস অব হিন্দোস্তান’। ছবিটির হতাশাজনক ব্যবসার পুরো দায়ভার নিজের কাঁধে নিলেন সুপারস্টার আমির খান। দর্শকদের বিনোদিত করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন তিনি।
গেলো দীপাবলিতে (৮ নভেম্বর) মুক্তির প্রথম দিনেই রেকর্ডসংখ্যক অর্ধশত কোটি রুপিরও বেশি আয় করে ‘থাগস অব হিন্দোস্তান’। কিন্তু দ্বিতীয় দিন থেকে এর ব্যবসা পড়তে থাকে আশঙ্কাজনক হারে। সমালোচকরাও ছবিটিকে ধুয়ে দিয়েছেন।
‘থাগস অব হিন্দোস্তান’-এর ব্যর্থতা প্রসঙ্গে আমির বলেন, ‘এর পুরো দায়ভার আমি নিতে চাই। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। অনেকের কাছে ছবিটি ভালো লেগেছে। এজন্য আমরা খুশি। তাদের ধন্যবাদ জানাই। তবে সংখ্যাটা নগণ্য। বড় অংশের দর্শকের কাছে ছবিটি ভালো লাগেনি। আমরা এটা জানি। নিঃসন্দেহে আমরা ভুল করেছি। যারা আমার ছবি দেখতে প্রেক্ষাগৃহে এসেছিলেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এই মানুষগুলোকে বিনোদন দিতে পারিনি। আর যারা অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলেন ও ছবিটি উপভোগ করতে পারেননি, তাদের জন্য খুব খারাপ লাগছে।’
যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। বক্স অফিস ইন্ডিয়া ডটকমের দাবি, ৩০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত ‘থাগস অব হিন্দোস্তান’ এখন পর্যন্ত আয় করেছে ১৫০ কোটি ৩২ লাখ রুপি।
স্ত্রী-সন্তানকে নিয়ে আনন্দ করছেন আমির খান সোমবার (২৬ নভেম্বর) সিনেস্তান ইন্ডিয়া’স স্টোরিটেলারস স্ক্রিপ্ট কন্টেস্টের দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছিলেন আমির। ‘থাগস অব হিন্দোস্তান’ এভাবে বক্স অফিসে ব্যর্থ হওয়ার পেছনে কোনও কারণ দেখছেন কিনা তা জানতে হয় তার কাছে। ৫২ বছর বয়সী এই অভিনেতার উত্তর, ‘জনসমক্ষে এ বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না আমি। নিজের ছবি আমার কাছে সন্তানের মতো। সুতরাং ব্যর্থতাও আমারই।’
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি আগামী মাসে মুক্তি পাবে চীনে। এ প্রসঙ্গে আমিরের কথা, ‘আমার সম্পর্কে ও ছবিটির ব্যাপারে মতপ্রকাশের স্বাধীনতা আছে দর্শকের। তাদের বিনোদন দিতে না পেরে আমার খুব খারাপ লাগছে। পরেরবার আরও ভালোভাবে চেষ্টা করবো।’
জানা গেছে, আমির এবার ‘মহাভারত’ অবলম্বনে নির্মাণাধীন ছবিতে অভিনয় করবেন। এজন্য ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন তিনি।
এদিকে বড় পর্দার ব্যর্থতা ঢাকতে ব্যক্তিজীবনে স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদকে নিয়ে আনন্দে মেতে আছেন আমির। শিশুদের একটি অনুষ্ঠানে কমিকসের ওবেলিক্স সেজেছিলেন তিনি। আজাদ সেজেছে অ্যাস্টেরিক্স। টুইটারে সেইসব ছবি শেয়ার করেছেন ‘পিকে’ তারকা। স্ত্রী-সন্তানকে নিয়ে আনন্দ করছেন আমির খান

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!