X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলকাতার মঞ্চে সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯

সাবিনা ইয়াসমিন। ছবি- সংগৃহীত বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরতে কলকাতায় যৌথভাবে আয়োজন করা হচ্ছে ‘বাংলা উৎসব’। আগামী ৪ জানুয়ারি থেকে কলকাতার নজরুল মঞ্চে তিন দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে। আর এতে বিশেষ সম্মান জানানো হবে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক। সাবিনার সম্মাননার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

তারা জানায়, বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। এছাড়াও একইভাবে সম্মানিত হবেন ভারতের সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

ফাউন্ডেশন আরও জানায়, এর আগে ২০১৩ সালে এমন একটি আয়োজন হলেও সেখানে বাংলার বাইরেও অন্য ধরনের গান ছিল। তবে এবার থেকে শুধু বাংলা গান নিয়েই এ আয়োজন চলবে।

জানা যায়, উৎসবে দুই দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। নাচ পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

আর ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!