X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অভিনেতা মঞ্জুর হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

মঞ্জুর হোসেন না ফেরার দেশে গেলেন চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন। শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে তিনি রাজধানীর বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৮১ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি আরও জানান, মঞ্জুর হোসেনের ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। তার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। সে পর্যন্ত মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে অভিনয়ে অনিয়মিত মঞ্জুর হোসেন। এই সময়ে তিনি ব্যবসাতে সময় দেন। রাজধানীর নবাবপুরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে অভিনয় না করলেও প্রায় সময়ই তিনি বিএফডিসিতে আসতেন। তিনি ছিলেন শিল্পী সমিতির আজীবন সদস্য। জানালেন জায়েদ খান।
মঞ্জুর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
মঞ্জুর হোসেন একাধারে অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ছিলেন। তার জন্ম ১৯৩৭ সালে। তার অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি অভিনয় করেন ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চন মালা’, ‘ছোট সাহেব’, ‘হারানো দিন’, ‘পয়সে’, ‘ধারাপাত’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘মুক্তি’, ‘সংসার’, ‘নোলক’, ‘সাত রং’, ‘বাজানা’, ‘রূপবান’, ‘নয়ন তারা’, ‘শাহজাদী গুলবাহার’সহ এমন অসংখ্য ছবি।
তার প্রযোজিত ও পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘সমাপ্তি’, ‘দুটি মন দুটি আশা’ প্রভৃতি।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি