X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০৩২ সালের সিনেমা, প্রস্তুতি এখনই!

বিনোদন ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৫

সালমান খান আঙুলের কর গুনলে দেখা যাবে ২০৩২ সাল আসতে এখনও ১ যুগ বাকি। কিন্তু ‘দাবাং’ খান সালমান ইতোমধ্যে ২০৩২ সালের জন্য ছবির পাণ্ডুলিপি দেখা শুরু করেছেন! অর্থাৎ আগামী এক যুগের কাজের শিডিউল প্রায় শেষ।
এমনই বিস্ময়কর তথ্য দিয়েছেন অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান সুনিল গ্রোভার। তিনি সালমানের সঙ্গে ‘ভারত’ চলচ্চিত্রে অভিনয় করছেন।
মূলত কাজের প্রতি সল্লু ভাইয়ের নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার কথা বলতে গিয়েই এ তথ্যটি দিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সুনিল বলেন, ‘‘তার মতো নিষ্ঠাবান অভিনেতা আমার জীবনে দেখিনি। একই সময়ে তিনি অনেক কাজ করে যান। তিনি এখন ‘ভারত’ চলচ্চিত্রে অভিনয় করছেন, আবার এরই মধ্যে অন্য পরিচালকদেরও সময় দিচ্ছেন। একই সময়ে তিনি ২০৩২ সালের চলচ্চিত্রের পাণ্ডুলিপিও শুনছেন।’’
আরও একটু যোগ করে এই তারকা বলেন, ‘‘ভেবে দেখুন সালমান খান একই সময়ে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো করছেন, নিজের চলচ্চিত্রে অভিনয় করছেন, শরীরচর্চা করছেন, নতুনদের জন্য কাজ করছেন। আবার তার ‘বিং হিউম্যান’ ফাউন্ডেশনের জন্য সময় দিচ্ছেন। কোনও কাজেই তিনি তাড়াহুড়ো করছেন না। এটা মূলত তার ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কারণেই সম্ভব হচ্ছে। আমি সত্যিই খুশি তার মতো একজনের সঙ্গে কাজ করতে পেরে।’’
সুনিল গ্রোভার ‘ভারত’ ছবিকে বলা হচ্ছে মেগা প্রজেক্ট। আলি আব্বাস জাফরের পরিচালনায় ব্যয়বহুল এ ছবিতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
এদিকে সুনিল গ্রোভার আলোচনায় আসেন ‘দ্য কপিল শর্মা’ শো’র মাধ্যমে। মূলত অনুষ্ঠানের কাণ্ডারি কপিল শর্মার হাতে বিমানে নিগৃহীত হন সুনিল। ঘটনা জানাজানি হলে তোপের মুখে পড়েন কপিল। বন্ধ হয়ে যায় তার শো।
আর এরপরই সালমানের সুনজরে আসেন এই তারকা। অভিনেতা হিসেবে ‘ভারত’-ই ধরা হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম