X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নাগরিকে বিশেষ ৬ নাটক ও ৩ সিনেমা

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩

‘চাকা’ নাটকে ইয়াশ রোহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক টেলিভিশনের পর্দায় থাকছে তিন দিনের বিশেষ আয়োজন। এরমধ্যে রয়েছে বিশেষ ৬টি নাটক ও ৩টি সিনেমা।
নাটকগুলোর মধ্যে ১৪ ডিসেম্বর রাত ৮টায় প্রচার হবে আশফাক নিপুণের রচনা-পরিচালনায় ‘চাকা’। অভিনয়ে ইয়াশ রোহান, নাবিলা নূর প্রমুখ। একই দিন রাত ৯টায় থাকছে নাটক ‘জন্ম’। সৈয়দ আশেক মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন ফুয়াদ হাসান। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সজল, এলিনা শাম্মী, শিরিন আলম, যায়ান প্রমুখ।
১৫ ডিসেম্বর রাত ৮টায় থাকছে নাটক ‘ফোনিক্স’। রচনা ও পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, সাগর হুদা, মিলি বাসার, অন্বেষা, ইসরাত জাহান চৈতি।
১৬ ডিসেম্বর রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আবদুল্লাহ’। এর রচনা ও পরিচালনায় আছেন কিবরিয়া ফারুকী। এতে অভিনয় করেছেন শাহবাজ সানি, সায়ক, মুনিরা মিঠু প্রমুখ।
‘ফোনিক্স’ নাটকে তিশা একই দিন রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সাপখেলা’। রচনা মাসুম রেজা এবং পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা। অভিনয়ে আছেন জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
১৬ ডিসেম্বর রাত ১১টায় থাকছে নাটক ‘পতাকা’। রচনায় রুদ্র মাহফুজ। পরিচালনায় কাজী সাইফ আহমেদ। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
ছয়টি বিশেষ নাটকের পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে নাগরিকের পর্দায় প্রচার হবে তিনটি চলচ্চিত্র। এরমধ্যে ১৪ ডিসেম্বর থাকছে চাষী নজরুল ইসলাম পরিচালিত, সোহেল রানা ও সুচরিতা অভিনীত ‘হাঙ্গর নদী গ্রেনেড’। ১৫ ডিসেম্বর থাকছে সৈয়দ হারুন পরিচালিত ‘মেঘের অনেক রং’ ছবিটি।
‘পতাকা’ নাটকে তৌসিফ ও সাফা কবির ১৬ ডিসেম্বর প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
প্রতিটি সিনেমাই রোজ বিকাল ৩টা ১৫ মিনিটে প্রচার হবে।
তথ্যগুলো বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী