X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চলছে ‘দহন’, যুক্ত হলো আরও দুই

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১০:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:২০

পোস্টারে ‘দহন’, ‘তউ শুধু আমার’ ও ‘পোস্টমাস্টার ৭১’ তৃতীয় সপ্তাহে এসেও রায়হান রাফীর ‌‘দহন’ চলছে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, এ সপ্তাহে (১৪-২০ ডিসেম্বর) ছবিটি থাকছে মোট ৮০টি প্রেক্ষাগৃহে।
সিয়াম-পূজা-মম অভিনীত এই ছবিটির সঙ্গে চলতি সপ্তাহে, আজ (১৪ ডিসেম্বর) যুক্ত হলো আরও দুটি ছবি। একটি দেশের, অন্যটি যৌথ প্রযোজনার।
দেশের ছবিটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ফেরদৌস ও মৌসুমী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম।
ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম জানায়, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে এটি। পরের দিন (১৫ ডিসেম্বর) বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবিটির।
পাশাপাশি আজই (১৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘তুই শুধু আমার’। বাংলাদেশের মাহিয়া মাহির বিপরীতে এতে অভিনয় করছেন কলকাতার সোহম ও ওম।
ওপার বাংলার জয়দীপ মুখার্জির সঙ্গে বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন এ ছবির পরিচালক ছিলেন। এটা সারাদেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘তুই শুধু আমার’।
পরিচালক অনন্য মামুন জানান, চলতি সপ্তাহে ‘তুই শুধু আমার’ সেন্সর পেয়েছে। মুক্তিতে কোনও বাধা নেই।
ছবিটি দেশের ১৭ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে কলকাতার দুই নায়ক সোহম ও ওম, বাংলাদেশের মাহিয়া মাহি ও আমান রেজা অভিনয় করেছেন। আরও আছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা প্রমুখ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!