X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধে একজন মেথরের গল্প

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭

মুক্তিযুদ্ধে একজন মেথরের গল্প মেথর পাঁচুকে ধরে নিয়ে যাওয়া হয় কনসেনট্রেশন ক্যাম্পে, সেখানে থাকা বন্দীদের মলমূত্র, লাশ, রক্ত- এসব পরিষ্কারের জন্য। খুব খারাপ লাগে পাঁচুর। অনিচ্ছাসত্ত্বেও প্রতিদিন পাঁচু এই কাজ করতে লাগল।
একদিন সেই ক্যাম্পে নিয়ে আসা হয় অনিন্দ্যসুন্দরী একটি মেয়েকে। তাকে দেখেই পাঁচুর বুকের মধ্যে হু হু করে ওঠে। মেয়েটিকে রাখা হয় অন্য একটি ঘরে। প্রতিদিন তার রুমে ঢুকতে দেওয়া হয় না পাঁচুকে। ২-৩ দিনে একবার। তাও দরজার সামনে দাঁড়িয়ে থাকে পাকিস্তানি আর্মিরা। অত্যাচারিত মেয়েটির সংস্পর্শে এসে পাঁচুর মনে জেগে ওঠে মুক্তিকামী চেতনা।
মুক্তিযুদ্ধে একজন মেথরের গল্প এমন গল্প নিয়েই তৈরি হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘ধাঙড়’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন।
নাটকটি সম্পর্কে সাজ্জাদ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের অসংখ্য গল্প নিয়ে কাজ হয়েছে, হচ্ছে। তবে আমার কাছে এই গল্পটি একেবারেই ব্যতিক্রম মনে হয়েছে। কারণ, গল্পটি একজন মেথরকে নিয়ে। মহান মুক্তিযুদ্ধে মেথর সম্প্রদায়ের অবদান কিংবা আত্মত্যাগ নিয়ে এর আগে কোনও কাজ হয়েছে বলে আমার জানা নেই। গল্পটি ভিন্ন, নির্মাণেও চেষ্টা করেছি ভিন্নতা রাখার। শিল্পীরাও তাদের পুরোটা দেওয়ার চেষ্টা করেছেন। বাকিটা দর্শকের হাতে।’
মুক্তিযুদ্ধে একজন মেথরের গল্প এতে মেথর পাঁচুর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। বিভিন্ন চরিত্রে আরও আছেন জাকিয়া বারী মম, হিমে হাফিজ, জুলফিকার চঞ্চল, খায়রুল আলম টিপু প্রমুখ।
নাটকটি ১৬ ডিসেম্বর, রবিবার রাত ৮টায় প্রচার হবে।  মুক্তিযুদ্ধে একজন মেথরের গল্প

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!