X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্কার থেকে বাদ পড়লো ‘ডুব’

বিনোদন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

‘ডুব’ ছবিতে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা এবারও একই চিত্র। অন্যান্যবারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকাতেই স্থান করে নিতে পারেনি বাংলাদেশের ছবি।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ৯১তম অস্কারের সেরা বিদেশি ভাষার ছবির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। সেখানে নেই বাংলাদেশ থেকে পাঠানো মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এদিন ই-মেইলে অস্কারের প্রচারণা বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

৯১তম অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগে জমা পড়ে ৮৭টি দেশের চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বহুল আলোচিত ‘ডুব’। নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশ নিয়ে এটি তৈরি হয়েছে বলে ধারণা করেন দর্শক-সমালোচকরা। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে।

অ্যাকাডেমি সদস্যরা গত অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ডুব’সহ জমা পড়া সব ছবি দেখেছেন। তারা বেছে নেন ছয়টি ছবি। তবে অ্যাকাডেমির বিদেশি ভাষার ছবি বিভাগের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। এই ৯টি ছবি অ্যাকাডেমি সদস্যরা দেখে ব্যালটে ভোট দেবেন। তাদের রায়ে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র। 

‘ডুব’ তারকা পার্নো মিত্র, ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশিরভাগই এ বছর ৭১তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। জাপানের কোরি-ইদা হিরোকাজু পরিচালিত ‘শপলিফটারস’ স্বর্ণপাম জিতেছে। পোল্যান্ডের ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য পাউয়েল পাওলোকস্কি কানে সেরা পরিচালকের সম্মান জিতেছেন। লেবাননের ‘কেপারনম’ ছবির জন্য নারী নির্মাতা নাদিন লাবাকি প্রিঁ দ্যু জুরি পুরস্কার পান কানে। কাজাখস্তানের সের্গেই দিভোর্তসেভয়ের ‘আইকা’য় অনবদ্য অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রী হন সামাল ইয়েসলিয়ামোভা।
আর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারে প্রতিযোগিতা বিভাগ থেকে সেরা হয় দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-ডং পরিচালিত ‘বার্নিং’। এছাড়া কলম্বিয়ার ‘বার্ডস অব প্যাসেজ’ ছবির মাধ্যমে কানে ডিরেক্টর’স ফোর্টনাইটের ৫০তম আয়োজনের উদ্বোধন হয়।

তবে এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার পাওয়া মেক্সিকোর ‘রোমা’ সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। কারণ, এর পরিচালক আলফনসো কুয়ারন এর আগে ‘গ্র্যাভিটি’র সুবাদে অস্কার জিতেছেন।

৭৫তম ভেনিস উৎসবে প্রতিযোগিতায় নির্বাচিত জার্মানির ‘নেভার লুক অ্যাওয়ে’ ছবিটিও আছে সংক্ষিপ্ত তালিকায়। এ বছরের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ডেনমার্কের ‘দ্য গিল্টি’কে জায়গা দেওয়া হয়েছে এতে।

সেরা বিদেশি ভাষার ছবির বিভাগ ছাড়াও প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, মেকআপ ও হেয়ারস্টাইলিং, মৌলিক সুর সংযোজন, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অস্কারের আয়োজকরা।

৯১তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবি
* বার্ডস অব প্যাসেজ (কলম্বিয়া)
* দ্য গিল্টি (ডেনমার্ক)
* নেভার লুক অ্যাওয়ে (জার্মানি)
* শপলিফটারস (জাপান)
* আইকা (কাজাখস্তান)
* কেপারনম (লেবানন)
* রোমা (মেক্সিকো)
* কোল্ড ওয়ার (পোল্যান্ড)
* বার্নিং (দক্ষিণ কোরিয়া)

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!