X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রীতমের জন্যই ‘এমন’ নায়িকার খোঁজ!

বিনোদন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৬

প্রীতম হাসান অক্টোবর মাসে ভরা সংবাদ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জানিয়েছেন, তারা পরবর্তী সিনেমার নায়ক হিসেবে ভাবছেন সংগীতশিল্পী প্রীতম হাসানকে!
‘দেবী’ ছবির ওই অনুষ্ঠানে সবার সামনেই প্রীতমকে মঞ্চে তুলে প্রস্তাবটি দেন প্রযোজক আবদুল আজিজ। একপ্রকার চাপের মুখে পড়েই প্রীতম তখন বলেন, ‘যদি আজিজ ভাই অভিনয় করেন এবং আমার গল্প পছন্দ হয়, তাহলে অভিনয় করতে আপত্তি নাই।’
এমন আনুষ্ঠানিক আলাপের পরও সবাই ভেবেছেন, এ নিয়ে আর কিছু হবে না। উপস্থিত সবার সঙ্গে মজা করার জন্য এমন ঘোষণা সেদিন দিয়েছিলেন।
কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের কাজ ঠিকই এগিয়ে নিয়েছে। ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও প্রযোজকের ভেরিফায়েড প্রোফাইলে একটি নোটিশ দেওয়া হয়। সেখানকার লেখাটা এমন-

নায়িকা আবশ্যক:
একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক।
বয়স: ১৬-২১ বৎসর
উচ্চতা: ৫'২''-৫'৪''
শিক্ষা: ন্যূনতম এসএসসি
ফিগার: অনেক মোটা হইতে হবে।
আমাদের গল্পের নায়িকা অনেক মোটা।

তবে উপরোক্ত ঘোষণার সঙ্গে সিনেমার নাম কিংবা নায়কের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার এই নায়িকা খোঁজের অভিনব নোটিশ নতুন নায়ক প্রীতম হাসানের জন্য।
বিষয়টি নিয়ে আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে গল্পের প্রয়োজনে একটু স্বাস্থ্যবান নায়িকা আমাদের দরকার। তাই আমরা সরাসরি এমন নোটিশ দিয়েছি। গল্প রোমান্টিক ও হাসির। শিগগিরই প্রীতম আমাদের গল্পটি শুনবেন। যদি তার ভালো লাগে তবে তিনি এ ছবির নায়ক হিসেবে কাজ করবেন।’
তবে প্রীতম বলছেন অন্য কথা। ‘২০১৯ সালে আমাকে বেশ কিছু গানের কাজ করতে হবে। আমি আসলে সময় পাবো না। আর আজিজ ভাই বেশ পছন্দ করেন বলেই হয়তো আমাকে নিয়ে এভাবে ভাবছেন। সম্ভবত চলচ্চিত্রটি আমার করা হবে না।’
চলচ্চিত্রটির নাম ও পরিচালক এখনও চূড়ান্ত হয়নি বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। পাণ্ডুলিপি চূড়ান্ত। নায়িকা পেলে, নায়ক রাজি হলে আগামী বছরের এপ্রিল থেকে এর কাজ হবে।
এদিকে প্রযোজক আবদুল আজিজের ‘এমন’ নায়িকা খোঁজার বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজনের মতামত এমন, ‘আজিজ সাহেব নায়িকা খুঁজবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এভাবে দেহের গড়ন মেনশন করা দৃষ্টিকটু, অস্বস্তিকর।’

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)