X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এবারের ‘নেক্সট টিউবার’ তারা

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

চার বিজয়ী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজিটাল রিয়েলিটি শো ‘বাংলালিংক নেক্সট টিউবার’। চূড়ান্ত হয়েছে এবারের চার বিজয়ীর নাম।
এবার প্রতিযোগিতাটির প্রতিটি পর্যায়ে ভিডিও কনটেন্ট নির্মাণের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন যৌথভাবে নাজিব নিনাদ ও প্রিয়ম। পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন ৩ লাখ টাকা মূল্যের বাংলালিংক-এর চুক্তিসহ গুগলের সিঙ্গাপুর হেড কোয়ার্টার পরিদর্শনের বিশেষ সুযোগ। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ মারিশা রহমান ও জারিফ কবির পাচ্ছেন বাংলালিংক-এর সাথে যথাক্রমে ২ ও ১ লাখ টাকা মূল্যের চুক্তির সুযোগ।
এছাড়া বিজয়ীরা ভিডিও কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে বাংলালিংক ও বঙ্গ-এর পক্ষ থেকে পাবেন বিশেষ সহযোগিতা।
দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের অংশগ্রহণে আয়োজিত দুই মাসব্যাপী এই প্রতিযোগিতাটির সমাপ্তি ঘটে ২১ ডিসেম্বরের এই চূড়ান্ত আয়োজনের মাধ্যমে।
গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুবর্ণা মুস্তাফা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ কমপ্লায়েন্স অফিসার মো. নুরুল আলম, এবিসি রেডিও-এর হেড অব অপারেশন এহসানুল হক টিটো, এনটিভি’র হেড অব প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ, বঙ্গ-এর ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ এবং প্রতিষ্ঠানগুলির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
গ্র্যান্ড ফিনালেটি আগামী ২৮ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে সম্প্রচার হবে এনটিভি’র পর্দায়।
বিজয়ীদের সঙ্গে অতিথি ও আয়োজকরা বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘প্রতিযোগিতার প্রথম তিনটি স্থান অর্জনের জন্য আমি বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটি অভিনব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আমরা নেক্সট টিউবার শুরু করেছিলাম। প্রতিভাবান এই তরুণরা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের সেই লক্ষ্য পূরণে ভূমিকা রেখেছে। আমরা আশা করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের ভবিষ্যতের তারকা হওয়ার স্বপ্ন পূরণে সাহায্য করবে।’

/এমএম/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!