X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এক লেখাতে দুই প্রেমিকাকে চিঠি!

বিনোদন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

বুক পকেটের গল্পে অর্ষা, অপূর্ব ও রুহী পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে আর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে। হঠাৎ দেখা হয় অবন্তিকার সঙ্গে।
সেই অবন্তিকা যে রুদ্রকে একটা সময় ভালোবাসতো। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় কখনও পাহাড়, কখনও সমুদ্রে কিংবা কখনোবা অজানা কোনও সবুজের অবগাহনে। এই রুদ্রর সাথে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে একটা সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সবসময় একসাথে চলাফেরা করেছে।
সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলেছে, সেটা সে নিজেও জানে না। তাই তো একটি চিঠি রুদ্র লিখে যায় অবন্তিকা ও পৃথার জন্য। কী লেখা থাকে সেই চিঠিতে?
এমনি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বুক পকেটের গল্প’। সৈয়দ ইকবালের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় নাটকটির রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকা চরিত্রে অর্ষা ও পৃথা চরিত্রে রুহী অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ।
পরিচালক রাইসুল তমাল জানান, সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি ২৯ ডিসেম্বর রাত ৯টায় এনটিভির পর্দায় দেখা যাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে