X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আম্মু-আব্বু পুরান ঢাকায়, আমি ধানমন্ডি’

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১০

আশনা হাবিব ভাবনা নতুন দুই কোটি ভোটারের একজন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ফলে ১১তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ভাবনা জানান, তিনি ঢাকা-১০ আসনের ভোটার। ভোটকেন্দ্র হিসেবে পেয়েছেন ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়। পরিকল্পনা আছে, আজ (৩০ জানুয়ারি) সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদানের।
ভাবনা বললেন, ‘প্রথম ভোট দেবো! ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। এরমধ্যে আব্বু (নাট্যকার ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব) আমার ভোটকেন্দ্রের খবর নিয়েছেন। তিনিই সকাল সকাল আমাকে কেন্দ্রে নিয়ে যাবেন, কথা দিয়েছেন।’
আফসোস করে এটুকুও বললেন, ‘সবচেয়ে মজা হতো যদি আব্বু-আম্মুও একই কেন্দ্রের ভোটার হতেন। তাহলে একসঙ্গে অনেক মজা হতো। কিন্তু তারা পুরান ঢাকায়, আমি ধানমন্ডি! আর ছোট বোন এখনও ভোটারই হয়নি। তবে ইচ্ছে আছে আমার ভোট দেওয়া শেষ হলে আব্বু-আম্মুর সঙ্গে পুরান ঢাকায় তাদের কেন্দ্রে যাওয়ার।’ বাবা ও ছোট বোনের সঙ্গে ভাবনা (ডানে)
ভোটের দিনের প্রত্যাশা কিংবা নতুন সরকারের কাছে ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কেমন? প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘প্রথমত চাই ভোটের দিনটা উৎসবমুখর থাকুক। আমার কাছে তো এটাকে ঈদের আনন্দের মতো লাগছে। এই আনন্দটা সবখানে ছড়িয়ে যাক- সেই প্রত্যাশা করি। আর নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা খুবই সাধারণ। আমি চাই নতুন সরকার দেশের প্রতিটি মানুষের সুচিকিৎসাটা নিশ্চিত করুক। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও চাই সব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আর মাদকমুক্ত দেশ গড়ার। এটুকুই।’

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার