X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে অবসকিওরের গান

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৪:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

ব্যান্ড অবসকিওর। ছবি- শাওন মাহমুদ কিশোর মুক্তিযোদ্ধা শহীদ টিটোকে নিয়ে গান তৈরি করছে ব্যান্ড অবসকিওর। দলটির প্রধান সাইদ হাসান টিপু জানান, তাদের নতুন অ্যালবামে এটি রাখা হবে।
গানটির নাম রাখা হয়েছে ‘টিটোর স্বাধীনতা’। এটি লিখেছেন কবি-লেখক অমিত গোস্বামী।

সাইদ হাসান টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সূর্যসন্তানদের নিয়ে নিয়মিতই কাজ করছে অবসকিওর। এরই ধারাবাহিকতায় আমরা কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করছি। এটি দিয়েই আমাদের নতুন অ্যালবামের কাজ শুরু হলো।’ টিটোর সমাধির পাশে নাসির উদ্দিন ইউসুফ। ছবি- শাওন মাহমাদু

দেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে টিটো শহীদ হন। সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সে প্রাণ হারান তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তিনিই প্রথম টিটোকে নিয়ে বই লেখেন। এটির নামও ছিল ‘টিটোর স্বাধীনতা’। সেখানে টিটোর শেষ মুহূর্তের কথা তিনি তুলে ধরেন এভাবে-

‌‌টিটোর জখম সবচেয়ে বেশি। 
বুকের ডান পাশের কোমর হতে কাঁধ পর্যন্ত অসংখ্য গুলি ছিন্ন ভিন্ন করে ফেলেছে।
একটা পাটির উপর শোয়ানো হয়েছে টিটোকে।
যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর শরীর ঢেকে দেওয়া হয়েছে বিশটি কম্বল দিয়ে।
টিটো বলছিল শীত লাগছে, ব্যথা করছে। কম্বল দিয়ে ঢেকে মৃত্যুকষ্ট কমাতে চাচ্ছিল ওর সহযোদ্ধারা।
আমাকে দেখে টিটো চিৎকার করে বলল, ভাই ভাই, আমি স্বাধীনতা দেখতে চাই। আমারে বাঁচান, আমি স্বাধীনতা দেখুম। স্বাধীনতা দেইখ্যা মরুম।
সবার চোখে জল।
সবার চোখে একই প্রশ্ন, টিটো কেন? আমরা তো কেউ একজন মরতে পারতাম। ঐ কিশোরটি কেন? টিটো কেন মরবে?
সূর্য হেলে পড়ছে পশ্চিমে। গাছের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে টিটো।
কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে। আমি স্বাধীনতা দেখতে চাই। স্বাধীনতা স্বাধীনতা.....।

অবসকিওর ব্যান্ড ২০১৪ থেকে নিজস্ব ঘরানার কাজের পাশে মুক্তিযুদ্ধ নিয়ে গান করা শুরু করে। একে একে সৃষ্টি হয়েছে- 'স্বাধীনতার বীজমন্ত্র', 'আজাদ', 'ক্র্যাক প্লাটুন', 'আলতাফ', 'তিস্তা', 'ফিলিস্তিন', 'পিতা', 'দেশ ছাড় রাজাকার', 'পরোয়ানা', 'স্টপ জেনোসাইড'।
সাম্প্রতিক সময়ে এ গানগুলো দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় আসছে তাদের নতুন গান ‘টিটোর স্বাধীনতা’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!