X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র গোল্ডেন গ্লোব জয়ে মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৫:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৪৭

অপ্রত্যাশিত! আপসেট! গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে এবার দেখা গেছে একের পর এক চমক। এর ৭৬তম আসরে চমকে দিয়ে সামনের সারির দুটি পুরস্কার জিতলো কুইন ব্যান্ডের ওপর সংগীতনির্ভর ছবি ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। ব্রায়ান মে, রামি মালিক ও রজার টেলর

সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগের পুরস্কার পেয়েছে এটি। এতে কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন রামি মালিক। এইডসে আক্রান্ত হয়ে ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন ফ্রেডি। তাকেই পুরস্কার উৎসর্গ করেছেন রামি। তিনি বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি। আপনি চমৎকার মানুষ। এটা আপনার জন্য।’

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে দেখা হয় ‘অস্কারের পূর্বাভাস’ হিসেবে। ফলে আগামী মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ আর রামি মালিকের জয় দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হলো।

যদিও ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র গোল্ডেন গ্লোব জয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ, রামি মালিকের সঙ্গে দ্বৈরথের কারণে ছবিটির পরিচালক ব্রায়ান সিঙ্গারকে শুটিংয়ের মাঝপথে বাদ দেওয়া হয়। পরে তার স্থলাভিষিক্ত হন ডেক্সটার ফ্লেচার। পরে আবারও ব্রায়ান সিঙ্গারকে ফিরিয়ে আনে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে ছবিটি। তবে ব্রায়ান সিঙ্গারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকা পরিচালকের ছবিকে সম্মানিত করায় প্রশ্ন উঠেছে। কেউ কেউ রসিকতার সুরে বলেন, ‘রাশিয়া গোল্ডেন গ্লোব হ্যাক করেছে!’

পুরস্কার গ্রহণের পর পরিচালকের নাম একবারও উচ্চারণ করেননি রামি মালিক। তবে কুইন ব্যান্ডের গিটারশিল্পী ব্রায়ান মে ও ড্রামার রজার টেলরকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। তারা উভয়ে অনুষ্ঠানে ছিলেন।

পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছিল ফেভারিট। কিন্তু সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ছবিটিকে। ‘শ্যালো’ শিরোনামের গানের সুবাদে পুরস্কার উঠেছে লেডি গাগার হাতে। যদিও তাকে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে ফেভারিট ভাবা হয়েছে। কিন্তু তাকে হটিয়ে গ্লেন ক্লোজের পুরস্কার জয় ছিল বড়সড় চমক। ‘দ্য ওয়াইফ’ ছবির সুবাদে এই সম্মান পেলেন তিনি। পোডিয়ামে এসে চোখে আনন্দ অশ্রু নিয়ে ৭১ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, ‘ও মাই গড, আমার মোটেও বিশ্বাস হচ্ছে না এটা!’ তার কথাতেই স্পষ্ট এই অর্জন পুরোপুরি অপ্রত্যাশিত।

এরপর নারীদের উদ্দীপনা জোগাতে বক্তব্য দেন গ্লেন। তার মন্তব্য, শুধু সংসারের দিকে না তাকিয়ে নারীদের স্বপ্ন দেখাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘নারীদের বলছি, আমাদের স্বামী, সন্তান, সংসার আছে। আমাদের ব্যক্তিগত পরিপূর্ণতাও খুঁজতে হবে। একইসঙ্গে স্বপ্ন দেখে বলতে হবে, আমি পারবো। আমাকে পারতে দিতে হবে।’

মাহেরশালা আলি ‘ভাইস’ ও ‘দ্য ফেভারিট’-এর মতো ছবিকে টপকে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছে ফোকাস ফিচার্সের ‘গ্রিন বুক’। এটাই সর্বাধিক তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে এবার। এতে কৃষ্ণাঙ্গ পিয়ানোবাদকের চরিত্রে অসাধারণ অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরশালা আলি। এছাড়া চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছে ছবিটি। ষাটের দশকের প্রেক্ষাপটে সাজানো গল্পে পিয়ানোবাদককে আশা দেয় তার ইতালিয়ান-আমেরিকান শ্বেতাঙ্গ গাড়িচালক। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। ‘গ্রিন বুক’-এর পরিচালক পিটার ফ্যারেলি বলেন, ‘যখন শুটিং শুরু করেছিলাম, তখন এই অর্জন কল্পনারও বাইরে ছিল আমাদের।’

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির উত্থানকে ঘিরে রাজনৈতিক কমেডি ছবি ‘ভাইস’ সর্বাধিক ছয়টি মনোনয়ন পেলেও জিতেছে মাত্র একটি। ডিক চেনি চরিত্রে নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন ক্রিশ্চিয়ান বেল। তার মতো আরেক ব্রিটিশ তারকা অলিভিয়া কোলম্যান ‘দ্য ফেভারিট’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার। ক্রিশ্চিয়ান বেল

নেটফ্লিক্সের জন্য এবারের গোল্ডেন গ্লোব ছিল বড় প্রাপ্তির। চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে পাঁচটি পুরস্কার জিতেছে এই স্ট্রিমিং সার্ভিস। এর মধ্যে আছে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ‘রোমা’। মেক্সিকান ছবিটির সুবাদে সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। আলফনসো কুয়ারন

আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি. ডিমিলে পুরস্কার পেয়েছেন অভিনেতা জেফ ব্রিজেস। এবারের আসর উপস্থাপনা করেন অ্যান্ডি স্যামবার্গ ও সান্ড্রা ওহ। তাদের মধ্যে কোরীয় বংশোদ্ভূত সান্ড্রা ওহ টেলিভিশনে সেরা অভিনেত্রী (ড্রামা) পুরস্কার পেয়েছেন। বিবিসির থ্রিলার ‘কিলিং ইভ’ তাকে এনে দিয়েছে এই সম্মান। তার জন্ম কানাডায়। গ্লেন ক্লোজ

টেলিভিশন
ছোট পর্দার বড় পুরস্কার সেরা ড্রামা সিরিজ হয়েছে শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গোয়েন্দাধর্মী ‘দ্য আমেরিকানস’। সেরা কমেডি সিরিজ সম্মান পেয়েছে নেটফ্লিক্সের ‘দ্য কোমিনস্কি মেথড’। এতে বয়স্ক অভিনয় কোচের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা (কমেডি) হয়েছেন মাইকেল ডগলাস। ৪৯ বছর আগে সেরা নবাগত হিসেবে প্রথমবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন তিনি। পুরস্কারটি অর্ধাঙ্গিনী ক্যাথেরিন জেটা-জোন্সকে উৎসর্গ করেছেন তিনি।

সেরা টেলিভিশন সিরিজ পুরস্কার পেয়েছে ‘দ্য অ্যাসাসিনেশন অব জান্নি ভারসাচে: আমেরিকান ক্রাইম স্টোরি’। টেলিভিশনে আজীবন সম্মাননা হিসেবে প্রথম ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড পেয়েছেন ক্যারল বার্নেট।

/জেএইচ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...