X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাসির উদ্দীন ইউসুফের ‘আমাদের সন্তানেরা’

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

সংবাদ সম্মেলনে আনিসুল হক, নাসির উদ্দীন ইউসুফ ও ফরিদুর রেজা সাগর নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবার পর্দায় হাজির হচ্ছেন ভিন্ন ধারার একটি অনুষ্ঠান নিয়ে। তার পরিকল্পনা ও সঞ্চালনায় নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘আমাদের সন্তানেরা’।
অনুষ্ঠানটি নিয়ে চ্যানেল আই’র পর্দায় নিয়মিত থাকবেন ১০ জানুয়ারি থেকে। এদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এর প্রথম পর্ব। এই পর্বে নাসির উদ্দীন ইউসুফের অতিথি হিসেবে থাকছেন গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণপদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্  বৃহস্পতিবার মাসে দুটি করে পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন রেহানা সামদানী।
এটি প্রসঙ্গে বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ (৮ জানুয়ারি) দুপুরে। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাসির উদ্দীন ইউসুফ ও আনিসুল হক। ফরিদুর রেজা সাগর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘চ্যানেল আইয়ের বয়স ২০ বছর চলছে। আমি সব সময়ই বলে আসছি আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে সহায়ক হবে। আমি মনে করি এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি।’
প্রথম পর্বে সঞ্চালক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে আহমেদ জাওয়াদ চৌধুরী এরপর নাসির উদ্দীন ইউসুফ অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত আলাপ করেন। আলোচনা করেন আনিসুল হক।
অনুষ্ঠানটি সম্পর্কে নাসির উদ্দীন ইউসুফ জানান, মানুষ কখনও কখনও তার স্বপ্নের চেয়ে বড় হয়। আবার কখনও স্বপ্ন মানুষকে তার সময়ের সীমা ছাড়িয়ে নিয়ে যায় ভবিষ্যতের পথে। প্রতিদিনের দেখা মানুষটাই হঠাৎ যেন বিশাল এক মানুষ হয়ে এসে দাঁড়ায় আমাদের সামনে। আমরা বিস্মিত হই, চমকে উঠি, ভাবি- এই মানুষ কোথায় ছিলেন, কোত্থেকে এলেন! ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানের মাধ্যমে নাসির উদ্দীন ইউসুফ এই চমকলাগা-ঘোরলাগা মানুষগুলোকেই তুলে ধরতে চাইছেন সবার সামনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া