X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘দ্য ফেভারিট’ বাফটায় ফেভারিট

বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ০৮:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৮:০০

‘দ্য ফেভারিট’ ছবির তিন অভিনেত্রী (বাঁ থেকে) র‌্যাচেল ভাইস, অলিভিয়া কোলম্যান ও এমা স্টোন ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭২তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো বুধবার (৯ জানুয়ারি)। সর্বাধিক একডজন বিভাগে মনোনীত হয়ে এই আয়োজনে ফেভারিট হয়ে গেলো ‘দ্য ফেভারিট’। এতে অভিনয়ের জন্য অলিভিয়া কোলম্যান সেরা অভিনেত্রী আর র‌্যাচেল ভাইস ও এমা স্টোন সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন তালিকায় অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে নির্মিত ইওর্গেস লানতিমোসের ‘দ্য ফেভারিট’ ছবির রাজত্ব চোখে পড়ার মতো। সেরা চলচ্চিত্র, সেরা ব্রিটিশ চলচ্চিত্র, সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগেই মনোনীত হয়েছে এটি।

দ্বিতীয় সর্বাধিক সাতটি করে মনোনয়ন পেয়েছে লেডি গাগার ‘অ্যা স্টার ইজ বর্ন’, কুইন ব্যান্ডের ওপর নির্মিত ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রাভিযানকে ঘিরে বানানো ‘ফার্স্ট ম্যান’ ও ভেনিস উৎসবে স্বর্ণসিংহ জয়ী মেক্সিকোর সাদাকালো ছবি ‘রোমা’।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির ওপর নির্মিত ‘ভাইস’ ৬টি ও সত্তর দশকে কৃষ্ণাঙ্গ ও অভিবাসী হটাতে শ্বেতাঙ্গদের কু ক্লাক্স ক্ল্যান (কেকেকে) আন্দোলনের ওপর নির্মিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ৫টি মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতা বিভাগে মনোনীত ‘ভাইস’ ছবিতে ডিক চেনি চরিত্রের অভিনেতা ক্রিশ্চিয়ান বেল, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’তে ফ্রেডি মার্কারির চরিত্র ফুটিয়ে তোলা রামি মালিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির জন্য সেরা অভিনেতা ও সেরা পরিচালক দুই বিভাগেই মনোনীত হয়েছেন ব্র্যাডলি কুপার। একই ছবির জন্য লেডি গাগা সেরা অভিনেত্রী বিভাগে ‘ফেভারিট’ তারকা অলিভিয়া কোলম্যানের সঙ্গে লড়ছেন।

আগামী ১০ ফেব্রুয়ারি লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ৭২তম বাফটা অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা দেওয়া হলো এখানে।

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র দৃশ্যে রামি মালিক চলচ্চিত্র: দ্য ফেভারিট, গ্রিন বুক, ব্ল্যাকক্ল্যান্সম্যান, রোমা, অ্যা স্টার ইজ বর্ন।

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি: বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, ম্যাককুইন, স্ট্যান অ্যান্ড ওলি, ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, বিস্ট।

অভিনেতা: ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), ক্রিশ্চিয়ান বেল (ভাইস), রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক), স্টিভ কুগ্যান (স্ট্যান অ্যান্ড ওলি)।

অভিনেত্রী: গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?), অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), ভায়োলা ডেভিস (উইডোস)।

‘গ্রিন বুক’ ছবিতে ভিগো মর্টেনসেন ও মাহেরশালা আলি পার্শ্ব অভিনেতা: অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), মাহেরশালা আলি (গ্রিন বুক), রিচার্ড ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস), টিমোথি শালামে (বিউটিফুল বয়)।

পার্শ্ব অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), ক্লেয়ার ফয় (ফার্স্ট ম্যান), এমা স্টোন (দ্য ফেভারিট), মার্গট রোবি (ম্যারি কুইন অব স্কটস), র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)।

পরিচালক: স্পাইক লি (ব্ল্যাকক্ল্যান্সম্যান), আলফনসো কুয়ারন (রোমা), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), পাওয়েল পাওলিকোস্কি (কোল্ড ওয়ার), ইওর্গেস লানতিমোস (দ্য ফেভারিট)।

‘ব্ল্যাক প্যান্থার’ ছবির তারকা লুপিটা এন’ইয়োঙ্গোর (ডানে) পাশে রাইজিং স্টার অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত লেটিটিয়া রাইট রাইজিং স্টার অ্যাওয়ার্ড: জেসি বাকলি, সিনথিয়া ইরিভো, ব্যারি কিওগ্যান, ল্যাকিথ স্ট্যানফিল্ড, লেটিটিয়া রাইট।

বিদেশি ভাষার ছবি: কেপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), ডগম্যান (ইতালি), রোমা (মেক্সিকো), শপলিফটারস (জাপান)।

প্রামাণ্যচিত্র: ফ্রি সলো, ম্যাককুইন, আরবিজি, দে শ্যাল নট গ্রো ওল্ড, থ্রি আইডেন্টিক্যাল স্ট্রেঞ্জারস।

অ্যানিমেটেড ছবি: ইনক্রেডিবলস টু, ইজেল অব ডগস, স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স।

মৌলিক চিত্রনাট্য: কোল্ড ওয়ার, দ্য ফেভারিট, গ্রিন বুক, রোমা, ভাইস।

দৃশ্য: ইফ বিয়েল স্ট্রিট কুড টক অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ব্ল্যাকক্ল্যান্সম্যান, ক্যান ইউ এভার ফরগিভ মি?, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন, ফার্স্ট ম্যান।

মৌলিক সুর: ব্ল্যাকক্ল্যান্সম্যান, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, ইজেল অব ডগস, ম্যারি পপিন্স রিটার্নস, অ্যা স্টার ইজ বর্ন।

চিত্রগ্রহণ: বোহেমিয়ান র‌্যাপসোডি, কোল্ড ওয়ার, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, রোমা।

পোশাক পরিকল্পনা: দ্য ব্যালাড অব বাস্টার স্ক্রাগস, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, ম্যারি পপিন্স রিটার্নস, ম্যারি কুইন অব স্কটস।

সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, রোমা, ভাইস।

শিল্প নির্দেশনা: ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, ম্যারি পপিন্স রিটার্নস, রোমা।

‘ম্যারি কুইন অব স্কটস’ ছবিতে সারশা রোনান রূপসজ্জা ও চুলসজ্জা: বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, ম্যারি কুইন অব স্কটস, স্ট্যান অ্যান্ড ওলি, ভাইস।

শব্দ: বোহেমিয়ান র‌্যাপসোডি, ফার্স্ট ম্যান, মিশন: ইমপসিবল-ফলআউট, অ্যা কোয়াইট প্লেস, অ্যা স্টার ইজ বর্ন

‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ ছবিতে থানোস ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, ব্ল্যাক প্যান্থার, ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড, ফার্স্ট ম্যান, রেডি প্লেয়ার ওয়ান

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: সেভেনটি থ্রি কাউস, ব্যাচেলর, দ্য ব্লু ডোর, দ্য ফিল্ড, ওয়েল।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: আই’ম ওকে, মারফা, রাফ হাউস।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য