X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিন্দি শিখছেন হলিউডের ‌‌‘হাল্ক’

বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১০:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:০৩

হাল্ক-এর দৃশ্য, ডানে মার্ক রাফালো মার্ভেল কমিকসের সুপারহিরো ‘হাল্ক’ খ্যাত অভিনেতা মার্ক রাফালো এবার আসছেন ভারতীয় হয়ে। নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

আর যেখানে তাকে বলতে হবে হিন্দিও। এ জন্য এটাও রপ্ত করা শুরু করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, ২০১৪ সালের প্রশংসিত একটি আমেরিকান চলচ্চিত্র হিন্দি রিমেক করা হচ্ছে। যেখানে দুজন এশীয় হিসেবে অভিনয় করছেন মার্ক রাফালো ও অভিনেত্রী কিরা নাইটলি।
এটি পরিচালনা করবেন বলিউড চলচ্চিত্র ‘ভিরে দ্য ওয়েডিং’-এর পরিচালক শশাঙ্ক ঘোষ।
পত্রিকাটি জানায়, চলচ্চিত্রটির নাম চূড়ান্ত করা হয়নি। তবে প্রস্তুতি ঠিকই চলছে। ইতোমধ্যে কিরা ও রাফালো হিন্দি শেখা শুরু করেছেন। এ জন্য তারা নিয়মিত ভারতীয় গান শুনছেন। আর এ তালিকায় আছে বলিউডের বেশ কিছু গানও।
কিরা নাইটলি ও মার্ক রাফালো এদিকে চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা শশাঙ্ক ঘোষ বলেন, ‘মূলত এটি গাননির্ভর চলচ্চিত্র। আমরা বিশুদ্ধ সংগীত ও কণ্ঠের কথা তুলে ধরব এ ছবিতে। পাশাপাশি থাকছে নাগরিক একটি সম্পর্ক যাকে সরাসরি ভালোবাসা, দাম্পত্যও বলা যাবে না।’
নতুন এ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও বিক্রম মালহোত্রা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!