X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্কারে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লো ‘ব্ল্যাক প্যান্থার’

বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ২১:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪০

‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে লুপিটা এন’ইয়োঙ্গো ও লেটিটিয়া রাইট অস্কারে সুপারহিরো ছবিগুলো কালেভদ্রে নিচের সারির পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এর মধ্যে কারিগরি শাখায় কিছু পুরস্কার হয়তো জুটেছে। কিন্তু তা বলার মতো নয়। এদিক দিয়ে রেকর্ড গড়লো মার্ভেল এন্টারটেইনমেন্টের ব্লকবাস্টার ‘ব্ল্যাক প্যান্থার’। প্রথম সুপারহিরো ছবি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। সব মিলিয়ে সাতটি বিভাগে মনোনীত হয়েছে রায়ান কুগলার পরিচালিত ছবিটি। 
সেরা চলচ্চিত্র ছাড়াও মৌলিক গান, মৌলিক সুর, শব্দমিশ্রণ, শব্দ সম্পাদনা, পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। সেরা ছবি বিভাগে এর প্রতিদ্বন্দ্বী ‘দ্য ফেভারিট’, ‘ভাইস’, ‘রোমা’, ‘গ্রিন বুক’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। 
মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। মনোনীতদের ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা কুমাইল নানজিয়ানি ও মার্কিন অভিনেত্রী ট্রেসি এলিস রস।
কাল্পনিক আফ্রিকান দেশ ওয়াকান্ডার প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় রূপদান করা চ্যাডউইক বোজম্যানসহ প্রায় সব অভিনয়শিল্পী কৃষ্ণাঙ্গ। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য মাইকেল বি জর্ডান, লুপিটা এন’ইয়োঙ্গো, ফরেস্ট হুইটেকার, অ্যাঞ্জেলা ব্যাসেট, লেটিটিয়া রাইট। বিশ্বব্যাপী ১৩০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে ‘ব্ল্যাক প্যান্থার’। আফ্রিকান সংস্কৃতিকে নিখুঁতভাবে তুলে ধরতে পারায় দর্শক ও সমালোচক সবার ভূয়সী প্রশংসা কুড়ায় ছবিটি। 
এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথম সুপারহিরো ছবি হিসেবে মনোনয়ন পায় ‘ব্ল্যাক প্যান্থার’। এছাড়া ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, বাফটায়ও মনোনীত হয়েছে ছবিটি। 
গত বছর সুপারহিরো উলভারিন চরিত্রকে ঘিরে নির্মিত ‘লগ্যান’-এর জন্য সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পান জেমস ম্যানগোল্ড ও মাইকেল গ্রিন। ২০০৯ সালে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে ডিসি কমিকসের ভিলেন জোকার চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মরণোত্তর অস্কার পান হিথ লেজার। নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ওইবার অস্কারে আটটি মনোনয়ন পেলেও সেরা চলচ্চিত্র বিভাগে স্থান পায়নি। 


এদিকে ৯১তম অস্কারে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী ২৪ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে।

৯১তম অস্কারের মনোনয়ন তালিকা


চলচ্চিত্র: ব্ল্যাকক্ল্যান্সম্যান, ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, গ্রিন বুক, রোমা, অ্যা স্টার ইজ বর্ন, ভাইস

অভিনেত্রী: ইয়ালিৎসা অ্যাপারিসিও (রোমা), গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?)

অভিনেতা: ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)

পার্শ্ব-অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), মেরিনা ডি তাভিরা (রোমা), রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেভারিট), র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)

পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), স্যাম এলিয়ট (অ্যা স্টার ইজ বর্ন), রিচার্ড ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস)

চলচ্চিত্র পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা), ইওর্গেস লানতিমস (দ্য ফেভারিট), স্পাইক লি (ব্ল্যাকক্ল্যান্সম্যান), অ্যাডাম ম্যাককে (ভাইস), পাওয়েল পাওলিকোস্কি (কোল্ড ওয়ার)

চিত্রনাট্য (মৌলিক): দ্য ফেভারিট, ফার্স্ট রিফর্মড, গ্রিন বুক, রোমা, ভাইস

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস, ব্ল্যাকক্ল্যান্সম্যান, ক্যান ইউ এভার ফরগিভ মি?, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন

বিদেশি ভাষার চলচ্চিত্র: কেপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা (মেক্সিকো), শপলিফটারস (জাপান)

মৌলিক গান: অডিশন— অল দ্য স্টারস (ব্ল্যাক প্যান্থার), আই’ল ফাইট (আরজিবি), দ্য প্লেস হোয়্যার লস্ট থিংস গো (মেরি পপিনস রিটার্নস), শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন), হোয়েন অ্যা কাউবয় ট্রেডস হিজ স্পারস ফর উইংস (দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস)

মৌলিক সুর: ব্ল্যাকক্ল্যান্সম্যান (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ইফ বিয়েল স্ট্রিট কুড টক (নিকোলাস ব্রাইটেল), আইয়েল অব ডগস (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ), মেরি পপিনস রিটার্নস (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)

অ্যানিমেটেড ছবি: ইনক্রেডিবলস টু, আইয়েল অব ডগস, মিরাই, রালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

প্রামাণ্যচিত্র: ফ্রি সলো, হ্যাল কাউন্টি দিস মর্নিং দিস ইভেনিং, মাইন্ডিং দ্য গ্যাপ, অব ফাদারস অ্যান্ড সানস, আরবিজি

চিত্রগ্রহণ: কোল্ড ওয়ার, দ্য ফেভারিট, নেভার লুক অ্যাওয়ে, রোমা, অ্যা স্টার ইজ বর্ন

পোশাক পরিকল্পনা: দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস (মেরি জফরেস), ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার), দ্য ফেভারিট (স্যান্ডি পাওয়েল), ম্যারি পপিনস রিটার্নস (স্যান্ডি পাওয়েল), ম্যারি কুইন অব স্কটস (আলেকজান্ড্রা বার্ন)

রূপ ও চুলসজ্জা: বর্ডার, ম্যারি কুইন অব স্কটস, ভাইস

শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, ম্যারি পপিনস রিটার্নস, রোমা

ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, ক্রিস্টোফার রবিন, ফার্স্ট ম্যান, রেডি প্লেয়ার ওয়ান, সলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি

সম্পাদনা: ব্ল্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, গ্রিন বুক, ভাইস

শব্দ সম্পাদনা: ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফার্স্ট ম্যান, অ্যা কোয়াইট প্লেস, রোমা

শব্দমিশ্রণ: ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফার্স্ট ম্যান, রোমা, অ্যা স্টার ইজ বর্ন

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: অ্যানিমেল বিহেবিয়ার, বাও, লেট আফটারনুন, ওয়ান স্মল স্টেপ, উইকেন্ডস

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ডিটেইনমেন্ট, ফভ, মার্গেরিট, মাদার, স্কিন

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: ব্ল্যাক শিপ, এন্ড গেম, লাইফবোট, অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন, পিরিয়ড. এন্ড অব সেনটেন্স

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল