X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইসিইউতে আলাউদ্দিন আলী

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৩:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৪:৪২

আলাউদ্দিন আলী। ছবি- সংগৃহীত বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দিন আলী গুরুতর অসুস্থ। গতকাল (২২ জানুয়ারি) তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা আলী মিমি।
জানা যায়, পুরনো অসুস্থতা ও নিউমোনিয়ার কারণে গতকাল রাতে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিউতে আলাউদ্দিন আলী
তিনি হাসপাতালটির চিকিৎসক জাকির সরকারের তত্ত্বাবধায়নে আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিউমোনিয়ার পাশাপাশি সেফটিমেনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। মানে সংক্রামণটি তার রক্তে ছড়িয়ে গেছে। এছাড়া তিনি ফুসফুস ক্যানসারের রোগী। সব মিলিয়ে তিনি শঙ্কামুক্ত নন। তবে আশার কথা, তার শরীরে এখন পর্যন্ত লাইফ সাপোর্টের কোনও যন্ত্র লাগাতে হয়নি।’
আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সারাদিন অসুস্থবোধ করছিলেন তিনি। রাতে তার অবস্থা খুব খারাপের দিকে চলে যায়। রাত সাড়ে ১১টার দিকে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’

তিনি আরও বলেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুটা মেনে নিতে পারছিলেন না তিনি। গতকাল বারবার শুধু তার কথাই বলছিলেন। আমরা নানা কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু দুশ্চিন্তার কারণে রাতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।’

এদিকে, দেশ বরেণ্য এ সংগীত ব্যক্তিত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন মিমি।

উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক। এ পর্যন্ত ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। ২০১৫ সালে জুন মাসে তার ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। 

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!