X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আতিকের চলচ্চিত্রে প্রসূন আজাদ

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:২৭

প্রসূন আজাদ ও নূরুল আলম আতিক বেশ কিছুদিন ধরেই নির্মাতা নুরুল আলম আতিক তার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে রেখেছেন। নাম দিয়েছেন ‌‘মানুষের বাগান’। এভাবেই তাকে ফেসবুকে এখন সম্বোধন করতে হয়।
কারণটা বেশ মজার। এ নামেই নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র। তাই ফেসবুকে নিজের নামটি রেখেছেন চলচ্চিত্রের নামে।  
জানা যায়, এতে নায়িকা হিসেবে আসছেন আলোচিত অভিনেত্রী প্রসূন আজাদ। এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী।
এদিকে বিষয়টি খোঁজ নিতে পরিচালককে ফোন দেওয়া হয়। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। আর একটু গুছিয়ে নিই।’
কতদিন ধরে শুটিং চলছে বা কতদূর কাজ এগুলো- এমন প্রশ্নে ‘ডুবসাঁতার’খ্যাত এ নির্মাতা বলেন, ‘শুটিং বেশ কিছুদিন হলো চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি এটির কাজ শেষ হবে।’
ব্যস, এটুকুই। এর বাইরে আর কিছু জানাতে নারাজ তিনি।
জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের চার/পাঁচটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। গল্পগুলোতে প্রসূন ছাড়াও কাজ করছেন মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ বেশ কয়েকজন।
সূত্র বলছে, এখানে প্রসূনের চরিত্রটি একজন ডিরেক্টরের। তার অভিনয়ের বিষয়টি জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে, সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে অভিনেতা মনোজের অভিমত এমন, ‘এ ছবির যে কোনও চরিত্রে অভিনয় করতে পারাটাই বিরাট ভাগ্যের ব্যাপার।’
জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে ছবিটির শেষাংশের শুটিং শুরু হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন