X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভালো নেই সুরের কিংবদন্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৭:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩২

আলাউদ্দিন আলী দেশের কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। মোটেও ভালো নেই তিনি।
গতকাল (২৫ জানুয়ারি) সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এছাড়া আজ (২৬ জানুয়ারি) সকাল থেকে রক্তচাপও অনিয়ন্ত্রিত হয়ে গেছে। তিনি এখন মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ (২৬ জানুয়ারি) বেলা তিনটায় তার চিকিৎসার জন্য নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।
বিষয়টি বিকাল নাগাদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, ‘উনার অবস্থা আসলে ভালো নয়। গতকাল থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। আজকে আরও কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণ। যেহেতু তিনি ক্যানসারের রোগী। তার রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে খুবই কম। মূলত জ্বর-কাশিতে আক্রান্ত হওয়ার ষষ্ঠ দিন পর তিনি হাসপাতালে এসেছেন। ততক্ষণে তার সেফ্টিক শক হয়ে গিয়েছিল। মানে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আমরা ২৪ ঘণ্টাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এখন কী করণীয়- জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর পরিবারের পক্ষ থেকে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে বর্তমান রিপোর্ট পাঠাতে বলেছিল। যেখানে তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন। তারা আমাদের জানিয়েছে, ক্যানসারের বিষয়টি ভুলে গিয়ে আপাতত ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে। যেটা আমরা হাসপাতালের প্রথমদিন থেকেই করছি। এই মুহূর্তে উনার যে ধরনের চিকিৎসা দরকার তা বিশ্বের সব দেশেই এক। সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। পরিবার যদি তাকে বাইরে নিয়ে যেতে চান, আমাদের আপত্তি নেই। তবে চিকিৎসা মূলত একই।’
এদিকে আলাউদ্দিন আলীর মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন বলেন, ‌‘বাবার শারীরিক অবস্থা আশংকামুক্ত নয়।’
বরেণ্য এ সংগীত পরিচালককে ২২ জানুয়ারি রাতে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি তখন বলেছিলেন, ‘আগেরদিন অসুস্থবোধ করছিলেন তিনি। রাতে তার অবস্থা খুব খারাপের দিকে চলে যায়। ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’
তিনি আরও বলেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুটা মেনে নিতে পারছিলেন না তিনি (আলাউদ্দিন আলী)। বারবার শুধু তার কথাই বলছিলেন। আমরা নানা কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু দুশ্চিন্তার কারণে রাতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।’
আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি দেশ বরেণ্য এ সংগীত ব্যক্তিত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন।
উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক। এ পর্যন্ত ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

আলাউদ্দিন আলী ১৯৭৫ সাল থেকে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ এবং ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।
২০১৫ সালে জুন মাসে তার ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!