X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উন্নতির দিকে আলাউদ্দিন আলী

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৬:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:০৮

আলাউদ্দিন আলী কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণও নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।
অবস্থা এভাবে এগুতে থাকলে দু’এক দিনের মধ্যেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন।
তাকে এখনও রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
আলাউদ্দিন আলী আলিফ আলাউদ্দিন ৩১ জানুয়ারি দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে। বাবার সেন্স ফিরে পুরোপুরি আসেনি তবে চোখ খুলে তাকাচ্ছেন। এছাড়া চিকিৎসকরা মাঝে মধ্যেই ভেন্টিলেশন খুলে রাখছেন। দেখছেন তিনি কতক্ষণ স্বাভাবিক শ্বাস নিতে পারেন। অবস্থা উন্নতির দিকে আছে। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে আরও কিছু সাপোর্ট সরিয়ে নেওয়া হবে।’
বরেণ্য এ সংগীত পরিচালককে ২২ জানুয়ারি রাতে ঐ হাসপাতালে ভর্তি করা হয়।
আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি তখন বলেছিলেন, ‘আগের দিন অসুস্থবোধ করছিলেন তিনি। রাতে তার অবস্থা খুব খারাপের দিকে চলে যায়। ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’
তিনি আরও বলেন, ‘জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুটা মেনে নিতে পারছিলেন না তিনি (আলাউদ্দিন আলী)। বারবার শুধু তার কথাই বলছিলেন। আমরা নানা কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু দুশ্চিন্তার কারণে রাতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।’
উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।
আলাউদ্দিন আলী ১৯৭৫ সাল থেকে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ এবং ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।
২০১৫ সালে জুন মাসে তার ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!