X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পরিণত কণ্ঠে নতুন পড়শী! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

ভিডিওর শুটিংয়ে পড়শী ও হাবিব কী এমন আবাহন তোর ছায়ায়/ মানে না মন বারণ তোর পাড়ায়...। প্রেমে ডুবুডুবু কথাগুলো কণ্ঠে তুলেছেন প্রায় আড়ালে চলে যাওয়া কণ্ঠশিল্পী পড়শী। যিনি বেশ ক’বছর আগে মাতিয়ে তুলেছিলেন গানপাড়া।
মাতিয়ে তুলেও মাঝে প্রায় লম্বা বিরতি নিলেন। সম্ভবত সময় নিলেন, টিনএজ সময়টাকে সামলে নিজেকে নতুন করে গড়বার লক্ষ্যে। বিরতির পর ফিরেছেন আবারও। আজ (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করেছেন ‘আবাহন’ শিরোনামের একটি গান-ভিডিও। সঙ্গে দুটি চমক। প্রথমটি তার পরিবর্তিত অথবা পরিণত কণ্ঠ। যা সত্যিই মুগ্ধ করবে শ্রোতাদের। আর দ্বিতীয় চমক, গানটি তার জন্য বেঁধেছেন ও প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ।
ফৌজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর-সংগীতের পাশাপাশি ভিডিওটি নির্মাণ হয়েছে হাবিব ওয়াহিদের এইচডব্লিউ প্রডাকশনের ব্যানারে। আর এটি প্রকাশ পেয়েছে তারই ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে পড়শী আছেন, সঙ্গে যন্ত্রী-মডেল হিসেবে দেখা গেছে হাবিব ওয়াহিদকেও। গান-ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া মিলছে। প্রশংসায় ভাসছেন পড়শী।
গানটি তৈরি প্রসঙ্গে পড়শী বললেন, ‘মাসখানেক আগে হাবিব ভাইয়া আমাকে তার স্টুডিওতে ডেকে নেন। একটা গানের ট্র্যাক দেন। গাইতে বলেন। আমি তো এক কথায় রাজি হয়ে যাই। এরপর একদিন গিয়ে প্রায় এক ঘণ্টা সময় নিয়ে গানটিতে কণ্ঠ দেই। তারপর ছোট পরিসরে ভিডিও নির্মাণ হলো। আসলে কাজটি হয়েছে একেবারে চোখের পলকে। কিন্তু দারুণ একটা কাজ হয়ে গেল, সেটি অনুভব করছি প্রকাশের পর থেকে। ধন্যবাদ হাবিব ভাই। ধন্যবাদ প্রিয় শ্রোতা-দর্শক, যারা আজও আমাকে ভালোবাসা দিয়ে মুগ্ধ করছেন।’
হাবিব-পড়শীর ‘আবাহন’:

/এস/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল