X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হলিউড ছবি ‘ঢাকা’র শুটিং হতে পারে বাংলাদেশেও

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫

শুটিংয়ের একটি দৃশ্য- স্থান ভারতের আহমেদাবাদ, অথচ যানবাহনগুলো ঢাকার আদলে! অনেকের হয়তো জানা, বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিয়ে নির্মিত হচ্ছে হলিউড ছবি। যার নামও ‌‘ঢাকা’। হলিউড সুপারহিরো ক্রিস হেমসওর্থের এ ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে ভারত ও থাইল্যান্ডে।
চার মাস ধরে চলা এ ছবির মূল শুটিং শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে অল্প কিছু কাজের জন্য বাংলাদেশেও আসতে পারে পরিচালক স্যাম হারগ্রেভের টিম।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এতে যুক্ত থাকা নেটফ্লিক্স-বাংলাদেশের কর্মকর্তা ও নির্মাতা রাফায়েল আহসান।
ঢাকা ছবির কলাকুশলীরা। পাশে ক্রিসের সঙ্গে রাফায়েল তিনি বলেন, ‘ছবিটির কাজ হয়েছে ভারত ও থাইল্যান্ডে। ঢাকা শহরকে বোঝানের জন্য সেখানকার সাড়ে চারশ’ গাড়ি থেকে শুরু করে এলাকার অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। তবে শুটিং ফুটেজ সম্পাদনা শেষে বোঝা যাবে আসলেই ঢাকা শহরটি ঠিকঠাক উঠে এসেছে কিনা! কিংবা এই শহরটাকে বোঝানোর জন্য আরও ফুটেজ লাগবে কিনা! এরপরেই মূলত ঢাকায় আসার সিদ্ধান্তটা নেওয়া যাবে। যদি প্রয়োজন মনে করেন তারা, তাহলে এখানে (ঢাকা) একটি দল আসবে।’
রাফায়েল আরও বলেন, ‘তবে কোনও অভিনয়শিল্পী আসবেন না। এমনই পরিকল্পনা প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশোর। সেক্ষেত্রে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারের একটি দল আসবে ঢাকায়।’
পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে নিচ্ছেন ক্রিস গল্প ঢাকা শহরের কিন্তু শুটিং হলো ভারতে। ঢাকায় শুটিং না করার কারণ আসলে কী—এমন প্রশ্নের জবাবে রাফায়েল আহসান বলেন, ‘এখানে কয়েকটি কারণ আছে শুটিং করতে না চাওয়ার। প্রধান কারণ, আমরা যখন যে লোকেশনে কাজ করেছি, পুরো এলাকা নিজেদের দখলে নিয়ে কাজটি করেছি। হলিউডের মুভি নির্মাতারা তো কাজটি অনেক পারফেক্ট করতে চান। বাজেট তাদের কাছে মুখ্য নয়। খুঁটিনাটি অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। এত বড় অ্যারেঞ্জমেন্ট ঢাকায় করা কঠিন হতো।’
তিনি আরও বলেন, ‘আমরা এ পর্যন্ত সাড়ে চারশ’ গাড়ি কিনেছি, শিল্পীদের জন্য ভেনিটিভ্যান ছিল ৩০টি। এখন যদি আমরা শাহবাগে এই দৃশ্য করতে যাই, অবস্থাটা কেমন হবে? পুরো শহর অবরুদ্ধ হয়ে যাবে। আবার আরও একটি বিষয়, তারা ধুলাযুক্ত জায়গায় শুটিং করেনি। ঢাকা শহরজুড়ে এখন প্রচণ্ড ধুলো। আমি যখন এই টিমে যুক্ত হই, তখন আমাকেও এফবিআই’র ক্লিয়ারেন্স নিতে হয়েছে। এখানে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় আছে। তারা এ ব্যাপারে কোনও ছাড় দিতে চান না। এত কিছু আসলে ঢাকায় সম্ভব হতো না। হলেও সেটা সময়সাপেক্ষ।’
‘ঢাকা’ ছবির শুটিংয়ের কয়েকটি দৃশ্য:

‘থর’-খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থের পাশাপাশি ‘ঢাকা’ ছবিতে আরও অভিনয় করেছেন ইরানি শিল্পী গোলশিফতা ফারাহানি, হলিউডের ডেভিড হারবার, বলিউডের রণদ্বীপ হুদাসহ অনেকে।
ছবিটির প্রযোজক ‘অ্যাভেঞ্জারস’-এর পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা