X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গ্যামবিনোর এক ভিডিওতেই গ্র্যামিতে বাজিমাত

বিনোদন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

ক্যাসি মাসগ্র্যাভসের বক্তব্য। ছবি- ডাবলিওএলআরএন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আজ (১১ ফেব্রুয়ারি) সোমবার ভোরে (বাংলাদেশ সময়) বসেছিল সংগীতের বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবার ৬১তম আসরেও ছিল বেশ কিছু চমক। আমেরিকান তারকা চাইল্ডিশ গ্যামবিনো ‌‘দিস ইজ আমেরিকা’ গানের জন্য চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন।  এর আগে এই মিউজিক ভিডিওটি অনলাইনেও ঝড় তুলেছিল। এছাড়া ‘গোল্ডেন আওয়ার’-এর জন্য বছর সেরা অ্যালবামের পুরস্কার পেয়েছেন ক্যাসি মাসগ্র্যাভস ‌‌। 

নিচে থাকল এবারের আসরের সেরাদের নাম-

অ্যালবাম অব দ্য ইয়ার: গোল্ডেন আওয়ার (কেসি মাসগ্রেভস)
রেকর্ড অব দ্য ইয়ার: দিস ইজ আমেরিকা (চাইল্ডিশ গ্যামবিনো)
সং অব দ্য ইয়ার: দিস ইজ আমেরিকা (চাইল্ডিশ গ্যামবিনো)
সেরা নতুন শিল্পী: দুয়া লিপা
সেরা পপ সলো পারফরম্যান্স: হোয়্যার ডু ইউ থিঙ্ক ইউ আর গোইন? (লেডি গাগা, অ্যালবাম: জোয়েন)
সেরা পপ ভোকাল অ্যালবাম: সুইটেনার (আরিয়ানা গ্র্যান্ড)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: শ্যালো (লেডি গাগা-ব্র্যাডলি কুপার) পুরস্কার মঞ্চে গাগা। ছবি রোলিং স্টোন
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: মাই ওয়ে (উইলি নেলসন)
সেরা ড্যান্স রেকর্ডিং: ইলেক্ট্রিসিটি (দুয়া লিপা ও সিল্ক সিটি ফিচারিং ডিপ্লো ও মার্ক রনসন)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: ওম্যান ওয়ার্ল্ডওয়াইড (জাস্টিস)
সেরা কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: স্টিভ গ্যাড ব্যান্ড (স্টিভ গ্যাড ব্যান্ড)
সেরা মেটাল পারফরম্যান্স: ইলেক্ট্রিক মেসিয়াহ (হাই অন ফায়ার)
সেরা রক পারফরম্যান্স: হোয়েন ব্যাড ডাজ গুড (ক্রিস করনেল)
সেরা রক গান: ম্যাসেডাকশন (সেন্ট ভিনসেন্ট)
সেরা রক অ্যালবাম: ফ্রম দ্য ফায়ার (গ্রেটা ভ্যান ফ্লিট)
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: কালারস (বেক)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: বেস্ট পার্ট (হার ফিচারিং ড্যানিয়েল সিজার)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: বেট অ্যাইন্ট ওর্থ দ্য হ্যান্ড (লিয়ন ব্রিজেস) ও হাউ ডিপ ইজ ইউর লাভ (পিজে মর্টন ফিচারিং ইয়েবা)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: বু’ড আপ (এলা মাই)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: হার (হার)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: এভরিথিং ইজ লাভ (দ্য কার্টারস)
সেরা র‌্যাপ পারফরম্যান্স: কিং’স ডেড (কেন্ড্রিক ল্যামার, জেই রক, ফিউচার ও জেমস ব্লেক) ও বাবলিন (অ্যান্ডারসন. পাক)
সেরা র‌্যাপ/সাং পারফরম্যান্স: দিস ইজ আমেরিকা (চাইল্ডিশ গ্যামবিনো)
সেরা র‌্যাপ সং: গড'স প্ল্যান (ড্রেক)
সেরা র‌্যাপ অ্যালবাম: ইনভেশন অব প্রাইভেসি (কার্ডি বি)
সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: বাটারফ্লাইস (কেসি মাসগ্রেভস)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: টেকিলা (ড্যান+শেই)
সেরা কান্ট্রি সং: স্পেস কাউবয় (কেসি মাসগ্রেভস)
সেরা কান্ট্রি অ্যালবাম: গোল্ডেন আওয়ার (কেসি মাসগ্রেভস)
সেরা নিউ এজ অ্যালবাম: অপিয়াম মুন (অপিয়াম মুন)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: সিনচেরা (ক্লদিয়া ব্র্যান্ট)
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: দ্য ব্যান্ড’স ভিজিট
সেরা মিউজিক ভিডিও: দিস ইজ আমেরিকা (চাইল্ডিশ গ্যামবিনো) গ্যাম্বিনো
সেরা চলচ্চিত্রের গানের অ্যালবাম: দ্য গ্রেটেস্ট শোম্যান 
সেরা গসপেল অ্যালবাম: হাইডিং প্লেস (টরি কেলি)
সেরা আমেরিকানা অ্যালবাম: বাই দ্য ওয়ে, আই ফরগিভ ইউ (ব্র্যান্ডি কারলাইল)
সেরা চলচ্চিত্রের গানের গীতিকার-সুরকার: শ্যালো (লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসোম্যান্ডো ও অ্যান্ড্রু ওয়াইয়াট)
সেরা কমেডি অ্যালবাম: ইক্যুয়ামিনিটি অ্যান্ড দ্য বার্ড রিভিলেশন (ডেভ চ্যাপেল)
প্রডিউসার অব দ্য ইয়ার (নন-ক্ল্যাসিকাল): ফ্যারেল উইলিয়ামস
 
* এছাড়া ক্লাসিক্যাল, সারাউন্ড সাউন্ড, রিমিক্সার, প্রডিউসার, হিস্টোরিক্যাল, নোটস, প্যাকেজিং, অ্যারেঞ্জিং, কম্পোজিং, চিলড্রেন, ওয়ার্ল্ড মিউজিক, আমেরিকান রুটস, গসপেল/কন্টেমপোরারি ক্রিশ্চিয়ান মিউজিক, জ্যাজ বিভাগে আরও অনেক পুরস্কার দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…