X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুরুর প্রতি অন্যরকম ভালোবাসা দেখালেন সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫

আলতাফ মাহমুদ। ছবি- শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের চলচ্চিত্রে হাতেখড়ি ছিল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের মাধ্যমে।

৬৭ থেকে ৭১ সাল পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দেন এই শিল্পী। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শেষভাগে পাক হানাদার বাহিনী তুলে নিয়ে যায় সুরস্রষ্টা আলতাফ মাহমুদকে। এরপর আর ফিরে আসেননি এই কৃতী। তাই গুরুকে সম্মান জানানোর সুযোগটা পাননি সাবিনা ইয়াসমিন।
এবার সেই আক্ষেপ দূর করলেন অ্যালবাম প্রকাশের মাধ্যমে। গতকাল (১২ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা চত্বরে মোড়ক উন্মোচন করা হয় ‘গান গেয়ে পরিচয়’ অ্যালবামের। যেখানে থাকছে শহীদ আলতাফ মাহমুদের সুর করা ১০টি গান।
প্রকাশনা অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন বলেন, ‌‘যার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক সেই গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধের জায়গা থেকেই গানগুলো নতুনভাবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মান জানানোর তো আর সুযোগ নেই। বলা যায়, এটাই আমর গুরুদক্ষিণা।’
অনুষ্ঠানে শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ বলেন, ‘বায়ান্ন থেকে একাত্তর—ধূমকেতুর মতো এসেছিলেন শহীদ আলতাফ মাহমুদ। সাবিনা খালা কথা দিয়েছেন বাবার তৈরি করা ভাষা ও দেশের গান নতুন করে গাইবেন। এটা হলে, বিষয়টি আমার জন্য খুবই আনন্দের হবে।’
শাওন মাহমুদ ও সাবিনা ইয়াসমিন। ছবি সংগৃহীত

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!