X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘এখানে বক্তৃতা হয় না, শুধুই গান’

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

‘এখানে বক্তৃতা হয় না, শুধুই গান’ মঞ্চজুড়ে যেন গাঁদা ফুলের ‘বেণী’, পেছনের দেয়ালে লালের রঙিন আভা। গাইছেন শিল্পী ‌‘একটুকু ছোঁয়া লাগে...’।
এদিকে আলো-আঁধারিতে তন্ময় শ্রোতারা। ঠিক এভাবে ভালোবাসার গান শোনালেন রবীন্দ্রসংগীত শিল্পীরা।
ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিশেষ আয়োজন করেছিল দেশের অন্যতম রবীন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান রবিরাগ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গান নিয়ে সাজানো এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়, ‘শুধুই ভালোবাসার গান’।
রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এদিন সন্ধ্যায় বসেছিল এ আয়োজন। ছিল কবিতাও।
গানের ফাঁকে রবিরাগের পরিচালক সাদি মহম্মদ বলেন, ‘আমরা গাইতেই পছন্দ করি। আপনারা জানেন, আমাদের এখানে কোনও বক্তৃতা হয় না, কোনও প্রবন্ধ থাকে না। শুধু থাকে কবিগুরুর গান। তবে আজকে আমাদের সঙ্গে আরও একজন মানুষ আছেন, যিনি কবিতাও শোনাবেন।’

‘এখানে বক্তৃতা হয় না, শুধুই গান’ এরপরই বিবিসি বাংলার বাংলা বিভাগের সাবেক প্রধান  ইকবাল বাহার চৌধুরী দুটি কবিতা আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানে শিল্পীরা ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘কোন সুরে বাজে’, ‘আমি তোমার প্রেমে হব’, ‘তোমায় গান শোনাব’, ‘যাবার বেলা হলো’ ও ‘আমরা নতুন যৌবনের দূত’সহ বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
রবিরাগের সভাপতি আমিনা আহমেদ জানিয়েছেন, বিশ্ব ভালোবাসা দিবসে কবিগুরুর একগুচ্ছ প্রেমের গান নিয়ে এ আয়োজন। আগামী বছরেও এমন আয়োজন করবে রবিরাগ।
উল্লেখ্য, দেশে রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে রবিরাগ। বিভিন্ন দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে অনুষ্ঠান আয়োজন করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।

এবারের আয়োজনটিতে সহযোগিতা করেছে মীনা ট্রাস্ট।
‘এখানে বক্তৃতা হয় না, শুধুই গান’

 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!