X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা শব্দভাণ্ডার নিয়ে হাজির তারা

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭

গানের চার শিল্পী শৌভিক, ঐশী, তৌফিক ও কুদ্দুস বয়াতি শোনেন শোনেন বাংলাভাষী/ শোনেন শোনেন মন কান দিয়া/ আজ হাজির হইলাম আবার বাংলা শব্দভাণ্ডার নিয়া...।
এমন কথায় সাজানো ভিন্ন মাত্রার একটি গান নিয়ে হাজির হলেন এই প্রজন্মের দুই কণ্ঠশিল্পী ঐশী, শৌভিক ও র‌্যাপার তৌফিক। তাদের সঙ্গে আছেন সেই প্রজন্মের সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও।
অন্তর্জালে সদ্য প্রকাশিত বিশেষ এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ আর সুর করেছেন প্রীতম হাসান। আর গানটি নিয়ে ভিন্ন মাত্রার এক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অংশ নিয়েছেন চার শিল্পী। আর পুরো প্রজেক্টটির পেছনে ছিল কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড।
জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ৪ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মাসব্যাপী (ফেব্রুয়ারি) বাংলা ভাষা নিয়ে ক্যাম্পেইন করে থাকে। এ বছর কোকা-কোলার ক্যাম্পেইন ‘বাংলা এখন, বাংলা তখন’। আর এই ক্যাম্পেইনের অংশ হিসেবেই বিশেষ এই গান-ভিডিওটি তৈরি করা হয়েছে।
গানটি ফেসবুক-ইউটিউবে প্রকাশের পর ভালোই প্রশংসা পাচ্ছেন সংশ্লিষ্টরা।
ভিডিওর একটি দৃশ্যে ঐশী এ প্রসঙ্গে ঐশী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘মাতৃভাষা নিয়ে এর আগেও বেশ ক’টি গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে এটাও সত্যি, এই গানটি অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। গানটির কথা-সুরে বৈচিত্র্য আছে। এটা শিক্ষণীয় একটি প্রজেক্ট। দেশ ও ভাষা নিয়ে যখনই এমন কাজের সুযোগ পাবো, ইচ্ছা আছে তাতে যুক্ত হওয়ার।’
ঐশী আরও বলেন, ‘এই গানে শৌভিক ও তৌফিক ভাইয়ার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আমার খুবই পছন্দের ও শ্রদ্ধাভাজন কুদ্দুস বয়াতি ভাইয়া। এটাও আমার জন্য একটা ভালোলাগার বিষয়।’           
গানটি শোনা যাবে এখানেই:


/এস/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী