X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‌কণ্ঠশিল্পী খুঁজছেন বালাম

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬

বালাম। ছবি- সংগৃহীত গানের মানুষ বালাম। সুর-সংগীতেই যার কাজ। তবে এবার একটু অন্যভাবে আসছেন তিনি। নতুন গানের জন্য শিল্পী খোঁজার কাজটি করছেন এ তারকা।
আর এ জন্য ব্যবহার করছেন সদ্য অবমুক্ত হওয়া গান ‘হঠাৎ’।
বিষয়টি প্রসঙ্গে এ সংগীতশিল্পী জানান, গানের নতুন প্রকল্পের জন্য নতুন একটি কণ্ঠ দরকার। আর এটির জন্য ভয়েস ট্রাক চাওয়া হচ্ছে। ‘হঠাৎ’ গানের কোরাস অংশটুকু পাঠিয়ে দিলেই সেখান থেকে সেরাজনকে নির্বাচিত করা হবে। আর তাকে নিয়েই ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামের ইউটিউব প্রযোজনা প্রতিষ্ঠান গান নির্মাণ করবে। যার পুরোটা দেখভাল করছেন বালাম।

এ প্রসঙ্গে বালাম বলেন, “আমার সর্বশেষ প্রকাশিত গান ‘হঠাৎ’-এর কোরাস অংশটুকু গেয়ে পাঠাতে বলছি সবাইকে। এরই মধ্যে অনেকে গানটি গেয়ে আমাদের পাঠিয়েছেন। তবে আমরা আরও কিছু কণ্ঠ খুঁজছি। ভয়েস পাঠানোর শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।”
দ্য ইন্ডাস্ট্রির ফেসবুকের পেজে এগুলো পাঠাতে হবে।
এদিকে গত ৭ ফেব্রুয়ারি ‘হঠাৎ’ গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়। এখানে বালামের সঙ্গে মডেল হিসেবে এসেছেন সুজানা জাফর। গানটির কথা লিখেছেন সংগীতশিল্পী তাহসান। সুর ও সংগীত করেছেন বালাম নিজে।
গানটির ভিডিও পরিচালনা করেছেন পরাগ ভাস্কর।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন