X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভুল করে চুল ধরে বিপাকে অপূর্ব!

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৯

একটি দৃশ্যে অপূর্ব ও মৌসুমীর মাঝে লম্বা চুলওয়ালা সেই ‘পিএস’ চরিত্র পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে তার মুখ থেকে কথা বের করা মুশকিল। এ কারণে বিয়ে করা তো দূরের কথা, একটা প্রেমও করতে পারেনি।
সে লম্বা চুলওয়ালা পিএ ঝুনাকে নিয়ে এক গবেষণার কাজে যায় নেপাল। একই রিসোর্টে ওঠে তিশা। তিশা হচ্ছে একইসাথে বুদ্ধিমতী ও বদমেজাজি একটা মেয়ে। পুলকের সঙ্গে তার পরিচয়টা বেশ মজার।
একদিন পুলক অন্যমনস্ক হয়ে পেছন থেকে তিশার চুলে হাত দেয়! পলকেই রেগে আগুন হয়ে যায় তিশা। পুলককে যা তা বলে ফেলে তিশা। পুলক তো লজ্জায় কুঁকড়ে যায়। তিশাকে বারবার বোঝাতে চায়, সে ভেবেছিল তার পিএ’র চুল। ইচ্ছে করে সে তিশার চুলে হাত দেয়নি।
এরপর কী ঘটে সেখানে? তা জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি। এমনই গল্প নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি পরিবেশিত সম্প্রতি নেপালে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘দূর পাহাড়ের চূড়ায়’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি। পুলক চরিত্রে এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তিশা চরিত্রে মৌসুমী হামিদ। আরও আছেন পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখ।
নির্মাতা রনি জানান, আজ (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় নাটকটি প্রচার হবে এনটিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!