X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নতুন গানে মেহরাবের ফেরা

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২০

মেহরাব ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার অন্যতম কণ্ঠ মেহরাব। টিভি আর স্টেজ শোতে পুরনোর সঙ্গে থাকলেও অনেক দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিলো না নতুন কোনও গানে।
সর্বশেষ ২০১৬ সালে পার্থ মজুমদারের সুরে প্রকাশ পায় তার গান। সে হিসেবে মাঝের ৩ বছর তিনি ছিলেন নতুন গান প্রকাশের বাইরে। অবশেষে সেই দীর্ঘ প্রকাশহীনতার সময় অতিক্রম করলেন গেল ১৯ ফেব্রুয়ারি।
এদিন আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো তার নতুন গান ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’।
কিন্তু কেন এই প্রকাশহীনতা? জবাবে মেহরাব বলেন, ‘মাঝের সময়টাতে আমি ব্যস্ত ছিলাম নিজেকে তৈরি করার জন্য। কনসার্ট আর কণ্ঠের পাশাপাশি এই সময়টাতে সুর-সংগীতে সময় দিয়েছি। চেষ্টা করেছি স্টুডিওতে বেশি সময় দিতে। তবে এবার আমি নিয়মিত নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত।’    
নতুন প্রকাশিত গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মেহরাব ও আদী। আর সংগীতায়োজনে ছিলেন মেহরাব নিজেই।
গানটি প্রসঙ্গে মেহরাব বলেন, ‘এটা সম্পূর্ণ ভালোবাসার একটি গান। মজার তথ্য হলো, গানটি তৈরি করার প্রায় ৮ বছর পর এটি প্রকাশ হলো! ২০১১ সালে গানটির সুর করেছিলাম। এটা সত্যিই বিস্ময়কর একটি বিষয়।’
মেহরাব জানান, শিগগিরই প্রকাশ পাবে গানটির আসল ভিডিও। যার প্রস্তুতি চলছে এখন।
আমি তো শুধু ভালোবাসতে চাই:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা