X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সেরা বাজে অভিনেতা ডোনাল্ড ট্রাম্প

বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫

ডোনাল্ড ট্রাম্প হলিউডে প্রতি বছরের মতো ২০১৮ সালের বাজে ছবি ও অভিনেতা-অভিনেত্রীদের হজম করতে হলো রেজি অ্যাওয়ার্ডস। এটাকে বলা হয়ে থাকে অস্কারের প্রতিষেধক। এজন্য এটি সাধারণত হয়ে থাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ঠিক একদিন আগে।
এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের প্যালেস থিয়েটারে ঘোষণা করা হয় ৩৯তম গোল্ডেন র‌্যাস্পবেরি অ্যাওয়ার্ড তথা রেজি বিজয়ীদের নাম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন সেরা বাজে অভিনেতার স্বীকৃতি! প্রামাণ্যচিত্র ‘ডেথ অব অ্যা নেশন’ ও রাজনৈতিক চলচ্চিত্র ‘ফারেনহাইট ১১/৯’-এর জন্য তাকে মেনে নিতে হয়েছে এটি।
এবার সর্বাধিক চারটি রেজি জিতেছে শার্লক হোমসের ওপর নির্মিত কমেডি ছবি ‘হোমস অ্যান্ড ওয়াটসন’। এর মধ্যে আছে বাজে চলচ্চিত্র ও বাজে রিপ-অব। এটিকে ধ্রুপদী ব্রিটিশ গোয়েন্দা উপাখ্যানের অদ্ভুত প্যারোডি হিসেবে উল্লেখ করেছেন রেজি প্রতিষ্ঠাতা জন উইলসন।
‘হোমস অ্যান্ড ওয়াটসন’ তারকা জন সি. রাইলি হয়েছেন বাজে পার্শ্ব অভিনেতা।
‘দ্য হ্যাপিটাইম মার্ডারস’ ও ‘লাইফ অব দ্য পার্টি’র জন্য মেলিসা ম্যাককার্থি বাজে অভিনেত্রী হলেও অস্কার মনোনীত ‘ক্যান ইউ এভার ফরগিভ মি?’ ছবির জন্য তিনি পেয়েছেন রেজি রিডিমার অ্যাওয়ার্ড। খ্যাতি খুঁইয়ে ফেলা তারকা উন্নতি করলে দেওয়া হয় রেজি রিডিমার অ্যাওয়ার্ড।
গোল্ডেন র‌্যাস্পবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের আয়োজনে ১৯৮০ সাল থেকে প্রতি বছর হলিউডের সবচেয়ে দর্শকবিমুখ ছবিগুলোকে ব্যঙ্গ করে দেওয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। বাজে কাজ করায় রেজি বিজয়ীরা পেয়ে থাকেন সোনার স্প্রে করা ট্রফি। এর প্রতিটির মূল্য ৪.৯৭ ডলার।
বরাবরের মতো বিশ্বের ২৬টিরও বেশি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেজির এক হাজার সদস্যের অনলাইন ভোটে চূড়ান্ত হয়েছে বিজয়ীদের তালিকা। ৪০ ডলারের বিনিময়ে সদস্য হয়ে ভোট দিয়ে থাকেন তারা।
‘হল অব ফেম’-এর আদলে এই আয়োজনকে ডাকা হয় হলিউডের ‘হল অব শেম’! যেসব ছবি ও যাদের কাজ দেখে দর্শকরা জিহ্বায় কামড় দিয়ে থাকেন, তাদেরকেই স্বীকৃতি জানানো হয় রেজি অ্যাওয়ার্ডসে।
বাজে চলচ্চিত্র ‘হোমস অ্যান্ড ওয়াটসন’ এর একটি দৃশ্য ৩৯তম রেজি বিজয়ী তালিকা
বাজে চলচ্চিত্র: হোমস অ্যান্ড ওয়াটসন
বাজে অভিনেত্রী: মেলিসা ম্যাককার্থি (দ্য হ্যাপিটাইম মার্ডারস ও লাইফ অব দ্য পার্টি)
রেজি রিডিমার অ্যাওয়ার্ড: মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?)
বাজে অভিনেতা: ডোনাল্ড ট্রাম্প (ডেথ অব অ্যা নেশন ও ফারেনহাইট ১১/৯)
বাজে পার্শ্ব অভিনেতা: জন সি রাইলি (হোমস অ্যান্ড ওয়াটসন)
বাজে পার্শ্ব অভিনেত্রী: কেলিয়ান কনওয়ে (ফারেনহাইট ১১/৯)
বাজে জুটি: ডোনাল্ড ট্রাম্প ও তার ছায়া (ডেথ অব অ্যা নেশন ও ফারেনহাইট ১১/৯)
বাজে প্রিক্যুয়েল, রিমেক, রিপ-অব অথবা সিক্যুয়েল: হোমস অ্যান্ড ওয়াটসন
বাজে পরিচালক: ইটান কোহেন (হোমস অ্যান্ড ওয়াটসন)
বাজে চিত্রনাট্য: ফিফটি শেডস ফ্রিড (নিয়াল লিওনার্ড, ইএল জেমসের উপন্যাস অবলম্বনে)

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা