X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৯১তম অস্কার: সেরা অভিনেতা রামি মালেক

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

রামি মালেক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেতা হলেন রামি মালেক।

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ছবিতে কুইন ব্যান্ডের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি।
এইডসে আক্রান্ত হয়ে ১৯৯১ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। তার জীবন অবলম্বনে নির্মিত ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সংগীত নির্ভর সবচেয়ে সফল বায়োপিক।
রামি মালেকের হাতে অস্কার ট্রফি তুলে দেন গতবারের সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি।
এবারের আসরে সেরা অভিনেতা বিভাগে রামি মালেকের জয় একরকম অবধারিত ছিল। এবারই প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ইতোমধ্যে বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কারে কোনও উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!