X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টিভিতে জাপানের জনপ্রিয় কার্টুন

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৫

ছিবি জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ছিবি মারুকো চান’ এবার দেখা যাবে দেশের টেলিভিশনে। বেসরকারি চ্যানেল এনটিভি এটি প্রচার করবে।
‘ছিবি মারুকো চান’ খুবই জনপ্রিয় একটি জাপানি টিভি অ্যানিমেশন সিরিজ। যা সাকুরা মমকো’র একটি আত্মজৈবনিক রম্যরচনা অবলম্বনে নির্মিত। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘ছিবি মারুকো চান’ হিসেবে আছে ৯ বছর বয়সী একটি মিষ্টি মেয়ে, যে কিনা দুষ্টুমিতেও পারদর্শী। পর্দায় তার ডাকনাম শুধু ‘ছিবি’। এ শব্দের অর্থ ছোট্ট। সে কখনও তার দাদার জমানো পয়সার দিকে নজর দেয় আবার কখনও বন্ধু ও পরিবারের অন্য সদস্যদের নানারকম ধাঁধায় ফেলে দেয়। সে সারাক্ষণ বিচিত্র ধরনের ফন্দিফিকির করতেই থাকে।
অন্যদিকে, ছিবি পারিবারিক মূল্যবোধ ও বন্ধুত্বের মূল্যায়নও ভীষণভাবে করে। সে তার আশেপাশের মানুষগুলিকে সুখী করতে নানারকম নাটকীয়তার আশ্রয় নেয়, যা দেখে দর্শকরা খুব আনন্দ পায়।
এনটিভি জানায়, সিরিজটি বাংলায় ডাব করা হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) থেকে এটির প্রচার শুরু হচ্ছে। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৪টায় দেখা যাবে কার্টুনটি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া