X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তিশার মা তারিন-সুষমা!

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

সুষমা, তিশা, তারিন ও শাহেদ। ছবি- মোহসীন আহমেদ কাওছার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘অনাহুত’। যেখানে উঠে এসেছে নারীর সংসার জীবনের আড়াল করা একটি ঘটনা।
নাটকে বিষয়টি তুলে ধরেছেন অভিনেত্রী তারিন জাহান, সুষমা সরকার ও তানজিন তিশা। মজার বিষয় হলো, বয়সের পার্থক্য খুব বেশি না থাকলেও নাটকে তাদের দেখা যাবে মা-মেয়ের চরিত্র। এতে মেয়ে হিসেবে আছেন তিশা আর মায়ের চরিত্রে হাজির হয়েছেন তারিন ও সুষমা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শাহেদ আলী। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক শ্রাবণী ফেরদৌস।

এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে তিশার মা হিসেবে প্রথমে দেখা যায় সুষমাকে। তার বিয়ের দিন হাজির হন তারিন। মূলত তিনিই তিশার মা। স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে যিনি বিদেশে চলে গিয়ে নতুন সংসার শুরু করেছিলেন।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, স্বামী-স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে সন্তানের ওপরেও। দেখা যায়, অনেক স্বামীই তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে থাকেন। কিন্তু লোকলজ্জার ভয়ে স্ত্রী তা এড়িয়ে গিয়ে সংসার করেন। যা এ নাটকে তুলে ধরা হয়েছে।

জানা যায়, আন্তর্জাতিক নারী দিবসে এটি আরটিভিতে প্রচার হবে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’