X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোটিপতিদের রোগ ডায়াবেটিস!

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০০:০৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৫৩

শুটিংয়ে ‘ডায়াবেটিস’ নাটকের শিল্পীরা হঠাৎ জানতে পারেন জাহিদ হাসানের ডায়াবেটিস। আর এটি তাকে জানান গ্রামের গুগলম্যান জামিল।
জামিল তাকে জানায়, ডায়াবেটিস হলো কোটিপতিদের রোগ। এরপর জাহিদের মধ্যে ভর করে কোটিপতিদের আচরণ। এই সূত্রে ঘটতে থাকবে অদ্ভুত সব ঘটনা।
এটি মূলত ‘ডায়াবেটিস’ নামের সাত পর্বের নাটকের ঘটনা। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসানকে দেখা যাবে এভাবেই। নাটকটিতে গুগলম্যান হিসেবে থাকছেন জামিল হোসেন। আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, মিঠুসহ অনেকে।
এর মাধ্যমে বেশ কয়েক দিন বিরতির পর নাটকে ফিরলেন জাহিদ হাসান।
গত মাসে নেপাল থেকে শুটিং করে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। যার ফলে কয়েকদিন তাকে হাসপাতালেও থাকতে হয়।
তিনি জানান, এ নাটকটির মাধ্যমে এক মাস পর শুটিংয়ে ফিরলেন।
অভিনেতা জামিল হোসেন বলেন, ‘জাহিদ ভাইকে ঘিরেই গল্প। তিনি মূলত আমার সহযোগিতা ও নানা কথায় প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের আচরণ করতে থাকবেন। সাত পর্বের এ নাটকের ৬ পর্বে তাকে ডায়াবেটিক রোগী হিসেবেই জানবেন দর্শকরা। শেষ পর্বে আসল রহস্য বের হবে।’

গত ৭ মার্চ থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শেষ হবে আজ (১০ মার্চ)। নাটকটি ঈদের বিশেষ আয়োজনের জন্য নির্মিত হচ্ছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!