X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণের বিরুদ্ধে প্রবাসী র‌্যাপারের গান ‘হারকিউলিস’

বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ০০:০০আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৭:৫৬

ধর্ষণের বিরুদ্ধে প্রবাসী র‌্যাপারের গান ‘হারকিউলিস’

বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ধর্ষণ মামলার অন্তত তিন আসামির লাশ উদ্ধার করা হয়, যাদের গলায় চিরকুটে লেখা ছিল ‘ধর্ষকের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’ এই প্রেক্ষাপটে ধর্ষণকে নিন্দা জানিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি গান তৈরি করলেন প্যারিস প্রবাসী র‌্যাপার হোসেইন মুহাম্মদ শান্ত। এর শিরোনাম ‘হারকিউলিস’। এটি তিনি নিজেই লিখেছেন।
গানটির প্রথম কয়েক লাইন এমন, ‘আমার বইনে বাইর হইসে যে পড়তে আজকে সকালে/চারজনের খাটে শুইয়া লাশ হইয়া ফেরত আইলো বিকালে/জীবন শুরু হইবারো পারলো না গেলো অইপারে অকালে/ভালো একটা মানুষ হইবার কথা ছিলো মেয়েটার যেকালে।’

প্রবাসী র‌্যাপার হোসেইন মুহাম্মদ শান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধর্ষণের শিকার নারীদের পরিবারের কষ্ট ভাগ করে নিতে গানটি সাজানো হয়েছে। আমাদের প্রত্যেকেরই নারীদের সম্মানের চোখে দেখা উচিত। একইসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবে পৌরাণিক রোমান বীর ও দেবতা হারকিউলিসের মতো কেউ হাতে আইন তুলে নেবে, এটা কারোই কাম্য নয়। আমরা চাই আইনিভাবে সব আসামির বিচার হোক।’

ভিডিওটির শেষে ‘বি দ্য চেঞ্জ’ হ্যাশট্যাগ দেখানো হয়েছে। আরবানস রিয়েকশনের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। প্রামাণ্যচিত্রের আদলে এই ভিডিও নির্মাণ করেছেন রাব্বি রাজ। প্রযোজনায় ডালিম খান। কারিগরি সহায়তা দিয়েছে প্যারিসের লে পয়েন্ট মাল্টিমিডিয়া।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!