X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০০তম মঞ্চায়নে ‘লালজমিন’

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৩:৩৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:২৮

    মোমেনা চৌধুরী ২০০তম মঞ্চায়নের দ্বারপ্রান্তে মোমেনা চৌধুরীর একক অভিনয়ের মঞ্চনাটক ‘লালজমিন’। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উদ্যোগে রাজধানীর বিএটিসি মিলনায়তনে আগামী ১৯ মার্চ সন্ধ্যায় হবে নাটকটির ২০০তম মঞ্চায়ন। বিষয়টি নিশ্চিত করেছেন মোমেনা চৌধুরী।

শূন্যন রোপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’ নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হয়েছেন মোমেনা চৌধুরী।

এই অভিনেত্রী জানান, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে দীর্ঘ ২৫ বছর কর্মরত ছিলেন তিনি। ২০০তম মাইলফলক উদযাপন করতেই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ‘লালজমিন’-এর বিশেষ মঞ্চায়নের আয়োজন করছে।

মোমেনা চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অভিনীত নাটক ‘লালজমিন’ ২০০তম প্রদর্শনী আমার কাছে অপার্থিব আনন্দের। এজন্য কৃতজ্ঞতা জানাই নাট্যকার মান্নান হীরা, নির্দেশক সুদীপ চক্রবর্তী, মঞ্চায়ন সহযোগিতার জন্য জুলফিকার চঞ্চল, রাজু নভেরা, নীলা, আতিক, জয়, সাকিব, জুয়েল, সানি, মেহেদী, নিথর মাহবুব, মামুন, জিহাদ, সাজিদ, বাসার, মাহবুবকে। যাদের সহযোগিতায় ‘লালজমিন’ ২০০তম প্রদর্শনীর দ্বারপ্রান্তে।’’

‘লালজমিন’ নাটকটির গল্প মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্রের বয়ান। মহান মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ২০১১ সালের ১৯ মে শূন্যন রোপার্টরি থিয়েটার প্রথম মঞ্চায়ন করে নাটকটি। নাট্যসংগঠন হিসেবে এটি তাদের প্রথম প্রযোজনাও ছিল।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’