X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সালমান শাহ স্মরণে শুটিং স্পট ‘স্বপ্নের ঠিকানা’

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৮:১৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৩:৩৯

সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের বরপুত্র নায়ক সালমান শাহ স্মরণে অসাধারণ এক উদ্যোগ নিয়েছে তার এক ভক্ত। নায়কের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’ নামে তৈরি হচ্ছে একটি শুটিং স্পট। এটি নির্মাণ করছেন সালমানের ভক্ত ও চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান।
তিনি জানান গাজীপুরে এটি নির্মাণের কাজ চলছে। চলতি বছর ১৯ সেপ্টেম্বর, সালমান শাহর জন্মদিনে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রাশেদ খান বলেন, ‘আমরা (ভক্তরা) তার নামে এফডিসিতে শুটিং ফ্লোরের দাবি করে আসছি। কিন্তু সে ব্যাপারে কর্তৃপক্ষ আজও কোনও উদ্যোগই নেয়নি। তাই নিজেই প্রিয় নায়কের প্রতি ভালোবাসা থেকে শুটিং স্পট নির্মাণ করছি। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রে এখনও অনুসরণীয় একটি নাম। তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।’
স্থানটি গাজীপুরের উলুখোলায়। শুটিংয়ের পাশাপাশি এটি পিকনিকের জন্যও ভাড়া দেওয়া হবে বলে জানান এই ভক্ত-প্রযোজক।
প্রযোজক রাশেদ খান সম্প্রতি ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন।
সালমান শাহ উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব নায়ক সালমান শাহের। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। এটি খুন নাকি আত্মহত্যা- তা এখনও রহস্যই থেকে গেছে।
মৃত্যুর আগে ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। ত্রিভুজ প্রেমের এই গল্পে আরও ছিলেন সোনিয়া।
ব্যবসাসফল এ ছবিতে আরও ছিলেন রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জহুর, ব্ল্যাক আনোয়ার, সাঈদ আক্তার প্রমুখ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…