X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফিল্মফেয়ার ‘রাজি’, প্রেমিক-প্রেমিকার জয়

বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ০০:০০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:৪৪

আলিয়া ভাট ও রণবীর কাপুর

কে না জানে তারকা যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রেমের সাম্পানে ভাসছেন। বলিউডের পুরস্কার বিতরণীর সবচেয়ে বড় রাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৪তম আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন তারাই। পুরস্কার গ্রহণের সময় রণবীরকে ‘আই লাভ ইউ’ বলে হৈচৈ ফেলে দিয়েছেন মহেশ ভাটের এই মেয়ে। রণবীরও কম যাননি। সাবেক দুই প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করে চায়ের কাপ জমিয়ে দিয়েছেন ঋষি কাপুরের এই ছেলে।
এবারের ফিল্মফেয়ারে দেখা গেছে ‘রাজি’র জয়জয়কার। সেরা চলচ্চিত্রসহ সামনের সারির তিনটিসহ ছবিটি জিতেছে পাঁচটি পুরস্কার। এতে গোয়েন্দা বধূর ভূমিকায় চমৎকার অভিনয়ের জন্য সেরা জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। ছবিটি দারুণ বানানোর স্বীকৃতি হিসেবে মেঘনা গুলজারের হাতে উঠেছে সেরা পরিচালকের পুরস্কার। তার বাবা গুলজার ‘রাজি’র ‘এ ওয়াতান’ গানের সুবাদে সেরা গীতিকার হয়েছেন। একই গান গেয়ে সেরা গায়কের স্বীকৃতি পেয়েছেন অরিজিৎ সিং।

আলিয়ার প্রেমিক রণবীর কাপুর জিতে নিয়েছেন সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার। ‘সঞ্জু’তে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত চরিত্রে অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সেরা নবাগত অভিনেতা হয়েছেন ঈশান খাত্তার। আর সেরা নবাগতা অভিনেত্রীর খেতাব পেলেন সারা আলি খান। 

ঈশান খাত্তার ও সারা আলি খান ‘পদ্মাবত’ ছবিতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় মনকাড়া অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে পুরস্কার গ্রহণের সময় হাঁটু গেঁড়ে বসে যান তিনি। অবশ্য আয়ুষ্মান খুরানার সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করতে হয়েছে তাকে। তার অভিনীত ‘অন্ধধুন’ সমালোচক বিভাগে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি পুরস্কার জিতেছে। সেরা চিত্রনাট্য, আবহসংগীত ও সম্পাদনা বিভাগের স্বীকৃতিও এসেছে এর ঘরে।

সর্বাধিক ১৭টি মনোনয়ন পাওয়া ‘পদ্মাবত’ পুরস্কার পেয়েছে চারটি। এরমধ্যে ‘ঘুমর’ গানের সুবাদে শ্রেয়া ঘোষাল সেরা গায়িকা, ক্রুতি মহেশ মিদ্যা ও জ্যোতি তোমর সেরা নৃত্য পরিচালক আর সঞ্জয়লীলা বানসালি জিতেছেন সেরা মিউজিক অ্যালবামের গুলশান কুমার অ্যাওয়ার্ড।

নীনা গুপ্তা, গজরাজ রাও ও ভিকি কৌশল, মেঘনা গুলজার সমালোচক বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন নীনা গুপ্তা। ‘বাধাই হো’ ছবিতে মধ্যবয়সী অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অসাধারণ কাজ করেছেন তিনি। তার ছবিটি সেরা হয়েছে চারটি বিভাগে। সুরেখা সিক্রি সেরা পার্শ্ব-অভিনেত্রী, অক্ষত ঘিলদিয়াল সেরা সংলাপ রচয়িতা ও গজরাজ রাও সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন। তবে ভিকি কৌশলের (সঞ্জু) সঙ্গে পার্শ্ব-অভিনেতার পুরস্কার ভাগাভাগি করতে হয়েছে গজরাজকে।

আজীবন সম্মাননা পেয়েছেন হেমা মালিনী। আরডি বর্মণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সংগীতের নতুন প্রতিভা নীলাদ্রি কুমারকে। মুম্বাইয়ের জিও গার্ডেনসে শনিবার (২৩ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই আয়োজন উপস্থাপনা করেন সুপারস্টার শাহরুখ খান, রাজকুমার রাও ও ভিকি কৌশল। অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করা হয়। 

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: রাজি
সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার): অন্ধধুন
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (সঞ্জু)
সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): নীনা গুপ্তা (বাধাই হো)
সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): রণবীর সিং (পদ্মাবত) ও আয়ুষ্মান খুরানা (অন্ধধুন)
সেরা নবাগতা: সারা আলি খান (কেদারনাথ)
সেরা নবাগত: ঈশান খাত্তার (বিয়ন্ড দ্য ক্লাউডস)
সেরা পরিচালক: মেঘনা গুলজার (রাজি)
সেরা নতুন পরিচালক: অমর কৌশিক (স্ত্রী)
সেরা পার্শ্ব-অভিনেতা: গজরাজ রাও (বাধাই হো) ও ভিকি কৌশল (সঞ্জু)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা চিত্রনাট্য: অন্ধধুন (শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, যোগেশ চান্দেকার, হেমন্ত রাও)
সেরা সংলাপ রচয়িতা: অক্ষত ঘিলদিয়াল (বাধাই হো)
সেরা মৌলিক গল্পকার: অনুভব সিনহা (মূল্ক)
সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য ছবি): হুসেইন দালাল (শেমলেস)
সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য ছবি): কীর্তি কুলহারি (মায়া)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পিপলস চয়েস অ্যাওয়ার্ড): প্লাস মাইনাস
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন): রোগ্যান জোশ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন): দ্য সকার সিটি
সেরা মিউজিক অ্যালবাম: পদ্মাবত (সঞ্জয়লীলা বানসালি)
সেরা গায়ক: অরিজিৎ সিং (এ ওয়াতান, রাজি)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (ঘুমর, পদ্মাবত)
সেরা গীতিকার: গুলজার (এ ওয়াতান, রাজি)
সেরা আবহসংগীত: ড্যানিয়েল জর্জ (অন্ধধুন)
সেরা শব্দসজ্জা: কুনাল শর্মা (তুমবাড)
সেরা নৃত্যপরিচালক: ক্রুতি মহেশ মিদ্যা, জ্যোতি তোমর (ঘুমর, পদ্মাবত)
সেরা অ্যাকশন: বিক্রম দাহিয়া, সুনীল রড্রিগেজ (মুক্কেবাজ)
সেরা চিত্রগ্রাহক: পঙ্কজ কুমার (তুমবাড)
সেরা সম্পাদনা: পূজা লাধা সুরতি (অন্ধধুন)
সেরা পোশাক: শীতল শর্মা (মান্টো)
সেরা শিল্পনির্দেশনা: নীতিন জিহানি চৌধুরী ও রাজেশ যাদব (তুমবাড)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: জিরো (রেড চিলিস এফএক্স)



/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া