X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গানের নাম থেকে নাটক

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ০৯:৪২আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৯:৪২

সোহান কালজয়ী সুরস্রষ্টা আব্দুল লতিফের বিখ্যাত গান ‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারও দানে পাওয়া নয়’-এর নাম থেকে নির্মিত হয়েছে নাটক। এর নাম ‘কারো দানে পাওয়া নয়’।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে এটি। নাটকটি রচনা করেছেন হারুন রশীদ, প্রযোজনা ও পরিচালনায় মাহফুজা আক্তার।
এর গল্পে দেখা যাবে- সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসেন নাহার। দেশ তখন উত্তাল স্বাধীনতার সংগ্রামে। বিয়ের রাতেই নাহারের স্বামী চলে যান মুক্তিযুদ্ধে। সেই থেকে নাহারের জীবনের এক নতুন অধ্যায়। নিজে ব্রত নেন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার। লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সেবা দিতে শুরু করেন নাহার। এদিকে নাহারের বাবা নাম লেখায় রাজাকারের খাতায়। সারা গ্রামের মানুষ যখন পাকিস্তানি সেনাদের নির্যাতনে সন্ত্রস্ত, সেই নির্যাতনে পাকিস্তানীদের হয়ে কাজ করে নাহারের বাবা। নিজের ঘরেই শুরু হয় বিবাদ। শেষ পর্যন্ত নাহারও রক্ষা পান না পাকিস্তানী সেনাদের নির্যাতনের হাত থেকে। দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে শহীদ হন নাহার।
‘কারো দানে পাওয়া নয়’ নাটকের নাহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, আমিনুল হক, জিয়াউল হাসান কিসলু, শ্যামল জাকারিয়া, মাহবুবা পারভীন, সোহান খান, জয়রাজ, আসানুল হক হেলাল প্রমুখ।
নাটকটি রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখানো হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)