X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৌ নিয়ে ব্যস্ত দুই ভাই!

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৬:৫৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:৪১

শিল্পী পরিবারের দুই সদস্য চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি দুই ভাই সালাউদ্দিন আর আলাউদ্দিন। দুজনেই সারাক্ষণ ব্যস্ত নিজ নিজ বৌ নিয়ে। শুধু তাই নয়, সমাজে কে কার বৌকে সবচেয়ে বড় করে উপস্থাপন করবে সেই প্রতিযোগিতাও লেগে থাকে তাদের মধ্যে।
এমন মজার গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন দীপু হাজরা। এর চিত্রনাট্য লিখেছেন বৃন্দাবন দাস। নাম, ‘শিল্পী পরিবার-জ্ঞানী পরিবার’।
এখানে বড় ভাই সালাউদ্দিন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর ছোট ভাই চরিত্রে মীর সাব্বির। দুজনের বৌ চরিত্রে থাকছেন যথাক্রমে শাহনাজ খুশি ও অপর্ণা ঘোষ।
সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হওয়া এই নাটকে দেখা যাবে, চঞ্চল চৌধুরী সারাক্ষণ স্ত্রীর পেছনে লেগে থাকেন গানের চর্চা করানোর জন্য। তার স্বপ্ন স্ত্রী শাহনাজ খুশি গান গেয়ে সবার মন জয় করবেন।
অন্যদিকে অপর্ণা ঘোষ পর পর চারবার বিএ ফেল করেও সারাক্ষণ পড়ে থাকেন বই-খাতা নিয়ে। স্ত্রীকে সমাজের বড় বিদ্বান বানানোর চেষ্টা অব্যাহত রেখেছেন মীর সাব্বির। যদিও সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় সময়ে-অসময়ে বড় ভাই ও তার বউয়ের গানের চর্চা!
এসব নিয়ে দুই ভায়ের মধ্যে গড়ে ওঠে দ্বন্দ্ব।
জ্ঞানী পরিবারের দুই সদস্য অপর্ণা ঘোষ ও মীর সাব্বির নির্মাতা দীপু হাজরা বলেন, ‘গল্পটি মজার। তবে আমাদের সমাজের সঙ্গে এই গল্পের মিলও রয়েছে। আমরা বেশিরভাগ মানুষ এমনই, অন্যের ক্ষতি করে হলেও নিজের লাভটা নিশ্চিত করতে চাই। আর অসম প্রতিযোগিতা তো রয়েছে পদে পদে। নাটকটি দেখে দর্শক মজা পাবেন, সঙ্গে কিছু পরামর্শও।’
দীপু জানান, আসছে ঈদে বিশেষ এই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল