X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর পাশে ছিলাম: চিত্রনায়ক ফারুক

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০০:০৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:০৬

বক্তব্য রাখছেন চিত্রনায়ক ফারুক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু উৎসব’-এর আয়োজন করেছে ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ নামের সংগঠন। যার নেতৃত্বে আছেন সংসদ সদস্য নায়ক ফারুক।
২৯ মার্চ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের শুরু হয়। অনুষ্ঠানের এসে নায়ক ফারুক তার বক্তব্যে বলেন, ‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর পাশে ছিলাম।’
বাঙালি সাংস্কৃতিক বন্ধন-এর সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিষয়ক আলোচনায় অংশ নেন বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক), খুশী কবির, ড. এনামুল হক, কাজী রোজী, মনোরঞ্জন ঘোষাল, এসএম মহসিন, খালেকুজ্জামান প্রমুখ।
‘বঙ্গবন্ধু উৎসব’ সম্পর্কে আকবর হোসেন পাঠান এমপি (নায়ক ফারুক) বলেন, ‘‘আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর পাশে ছিলাম। তিনি যখন বক্তব্য দিতেন, তখন মনে হতো তিনি আমার কথা বলছেন। মানে তিনি অসহায় গরীব মানুষের ক্ষুধার কথা বলতেন। তিনি মৃত্যুঞ্জয়ী অমর। তিনি বলেছিলেন, ‘এই দেশটাকে আমি সুন্দর করে সাজাবো। বিদেশ থেকে লোক এসে আমাকে বলবে, মুজিব এটাই তোমার সোনার বাংলাদেশ।’ বঙ্গবন্ধু কন্যা এই দেশকে সোনার বাংলা অবশ্যই বানাবেন। এজন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।’’
অতিথির আসনে বক্তারা বাঙালি সাংস্কৃতিক বন্ধন সংগঠনের কথা উল্লেখ করে নায়ক ফারুক আরও বলেন, ‘বন্ধন শব্দটিই হচ্ছে ভালোবাসা। বন্ধনের অর্থটিই হচ্ছে আমরা একে অপরের হাত ধরে আবদ্ধ হলাম।’  
এতে আরও বক্তব্য রাখেন, কবি কাজী রোজী, সাবেক ছাত্রনেতা এবং নাট্যজন খালেকুজ্জামান, এসএম মহসীন, ড. এনামুল হক প্রমুখ।  
উৎসবে সংগীত পরিবেশন করেন টুনটুন বাউল, রফিকুল আলম, লতিফ শাহ, শাহনাজ বাবু, রীনা আমিন, আবু বক্কর সিদ্দিক, আইরিন গোমেজ, রাজিয়া সুলতানা মুন্নী, চন্দনা মজুমদার এবং বাঙালি সাংস্কৃতিক বন্ধনের শিল্পীবৃন্দ।
কবিতা আবৃত্তি করেন কবি কাজী রোজী, আফরোজা কণা ও আল মাসুদ নয়ন।
এছাড়াও উৎসবে তরিকুজ্জামান তপনের রচনা ও পরিচালনায় নাট্যাংশ ‘রাজাকারের পতন’ পরিবেশন করা হয়।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন