X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গায়ক নিপসিকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১৫:১১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:২০

নিপসি গ্র্যামি মনোনীত র‌্যাপ গায়ক নিপসি হাসলকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। অজ্ঞাতনামা সেই অস্ত্রধারীর গুলিতে লস অ্যাঞ্জেলেসের একটি কাপড়ের দোকানে সামনে তিনি নিহত হন।
তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। স্থানীয় সময় গতকাল (৩১ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।
কাকতালীয়ভাবে গতকাল রবিবার তিনি তার টুইটে লেখেন, ‘শক্তিশালী শত্রু থাকা ভালো।’ দ্য গার্ডিয়ান পত্রিকার বরাতে জানা যায়, দোকানটি অ্যাঞ্জেলেসের পশ্চিম স্লসান অ্যাভিনিউ এলাকায় অবস্থিত। এটি তার নিজের। ঘটনার সময় তিনি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ সেখানে এক বন্দুকধারী এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে তার দেহ প্রায় ঝাঁঝরা হয়ে যায়। এরপর আক্রমণকারী পালিয়ে যায়। নিপসিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আশপাশে থাকা আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল

এদিকে নিপসির মৃত্যুতে পশ্চিমা সংগীতাঙ্গনে শোক নেমে আসে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা জানাতে থাকেন।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা রিহান্না। তিনি লিখেছেন, ‘নিপসির সঙ্গে এমন ঘটনা ঘটেছে, ভাবতেই পারছি না! এই ঘটনায় আমি খুবই দুঃখিত।’ 

নিপসি হাসল ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য সেরা র‌্যাপ অ্যালবাম হিসেবে মনোনয়ন পেয়েছিল। তার অ্যালবামের নাম ‘ভিক্টরি ল্যাপ’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!