X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার লিখলেন গান...

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৫:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:৩৬

নাজনীন হাসান চুমকী নাটক রচনা ও নির্মাণে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন সুঅভিনেত্রী নাজনীন হাসান চুমকী। এবার নিজের ক্যারিয়ারে যুক্ত করলেন নতুন পরিচয়। জানানোর অপেক্ষায় আছেন, গীতিকবি হিসেবেও তিনি মন্দ নন!
চুমকীর লেখা ‘শোন তোমাকে বলছি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন শাহেদ নাজির হেডিস। সংগীতায়োজন করেছেন যৌথভাবে শাহেদ নাজির হেডিস ও সনু সৌরভ।
গানটির শুরুর কথাগুলো এমন- ‘শোন তোমাকে বলছি/ এখন আমি আমাকেই ভালোবাসি/ সবচেয়ে বেশি/ এ জগৎ সংসারে/ খেলছি সবাই কানামাছি/ ভুল সমাজকে বলছি ভালোবাসি।’
চুমকী জানান, বিশেষ এই গানটি তৈরি হয়েছে তার রচনা ও পরিচালনায় সদ্য নির্মিত ‘পিঁউ, একটি পাখির নাম’ নাটকের জন্য। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। তার সঙ্গে আরও আছেন মুশফিক আর ফারহান, অশোক বেপারি, শিল্পী সরকার অপু প্রমুখ। শিল্পী-সুরকার হেডিস ও গীতিকার চুমকী
প্রথম গান লেখা প্রসঙ্গে নাজনীন হাসান চুমকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শাহেদ নাজির হেডিস আমাদের দলের সদস্য। সে ভালো গায়, মিউজিক করে। তো আমাকে কিছুদিন আগে বলছিল, ‘আপা কিছু লিখেন, সুর করি’। আমি প্রায়ই ছোট ছোট লেখা মোবাইলে নোট করি, তেমনি দুটো লেখা ওকে পাঠাই। সে খুব পছন্দ করে, সেগুলোর সুর করা শুরু করে। এরমধ্যে ‘পিঁউ, একটি পাখির নাম’ নাটকটি নির্মাণ শুরু করি। শাহেদকে বলি নাটকের ব্যাকগ্রাউন্ড করার জন্য। নাটকটির ফুটেজ দেখে আর গল্প শুনে শাহেদ হুট করে সিদ্ধান্ত নেয়, আমার লেখা দুটি গানের একটি নাটকটির কাহিনির সঙ্গে মিলে যায় অনেকাংশে, শুধু কয়েকটি লাইন রি-রাইট করলেই হবে! এরপর রি-রাইট করে সুর, সংগীতায়োজন হলো। দেখলাম, সেটি সত্যি সত্যি গান হয়ে গেল! আমি বিস্মিত। গীতিকার না হয়েও গান লিখে ফেললাম? একটু অস্বস্তিও লাগছে আমার। ভাবছি, লোকে কী বলবে!’
শুটিংয়ে প্রভা, নাজনীন হাসান চুমকী ও মুশফিক আর ফারহান শাহেদ নাজির হেডিস দেশ নাটক-এর সদস্য। বন্ধুদের নিয়ে ‘চাঁদের গাড়ি’ নামে একটি ব্যান্ডও আছে তাদের।
প্রসঙ্গত, ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বঙ্গমাতা আন্ডার নাইনটিন ওমেন্স ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ২০১৯ টুর্নামেন্ট উপলক্ষে আরটিভি ও কে-স্পোর্টস-এর উদ্যোগে ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ শিরোনামে ৭ নারী নির্মাতা ৭টি বিশেষ নাটক নির্মাণ করেছে। এরমধ্যে একটি নাজনীন হাসান চুমকীর ‘পিঁউ, একটি পাখির নাম’। নাটকগুলো আরটিভি’র পর্দায় প্রচার হবে আগামী ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার