X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র দিবস: যা বললেন তথ্যমন্ত্রী

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৪:০৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:২৫

জাতীয় চলচ্চিত্র দিবস: যা বললেন তথ্যমন্ত্রী আজ (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস। চলচ্চিত্রের সবচেয়ে বড় এ দিনকে ঘিরে বর্ণিলভাবে সেজেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বেলুন আর পুরনো দিনের পোস্টারে ছেয়ে গেছে পুরো এফডিসি’র রাস্তা ও চত্বর। তৈরি করা হয়েছে মেলার স্টল।
সকাল সাড়ে ১০টায় উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এফডিসি’র ঝরনা স্পটের সামনে বেলুন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে চলচ্চিত্র দিবস উদযাপন আয়োজনের পর্দা ওঠে। উদ্বোধনের সময় তথ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রোজিনা, শাহনূর, সুব্রত, সম্রাট, আইরিন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘চলচ্চিত্রের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে বিল উত্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। সে সময় যদি তিনি চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা না করতেন তাহলে আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ শুরু হতো না। আমাদের দেশে সে সময় যেভাবে কলকাতার ছবি, হিন্দি ছবি এবং পশ্চিম পাকিস্তানের উর্দু ছবির বাজার তৈরি হয়েছিল সেটির ধারাবাহিকতায় আমাদের দেশে আর চলচ্চিত্র শিল্প গড়ে উঠতো না।’
জাতীয় চলচ্চিত্র দিবস: যা বললেন তথ্যমন্ত্রী আরও বলেন,  ‘এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজকের চলচ্চিত্র দিবসের মতো বিশেষ দিনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এফডিসি প্রতিষ্ঠার পর আমাদের দেশে বহু কালজয়ী ছবি নির্মাণ হয়েছে। এমনকি স্বাধীনতার আগে ও পরে অসংখ্য ভালো মানের ছবি নির্মাণ হয়েছিল। যেগুলো পরবর্তীতে দেশগঠন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।’
তিনি আরও বলেন, ‘একটি চলচ্চিত্র সমাজের ক্যানভাস পরিবর্তন করে দিতে পারে। একটি চলচ্চিত্র মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়। সমগ্র বিশ্বে চলচ্চিত্র শিল্পের কোনও বিকল্প নেই। চলচ্চিত্রশিল্পের বিকল্প টেলিভিশন নয়, নেটফ্লিক্সে সিনেমা দেখা নয়, ইউটিউবে কোনও সিনেমা দেখা নয়। চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্র, অন্য কিছু হতে পারে না। একসময় চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগ ছিল। মঞ্চে আজ যারা বসে আছেন তারা সকলে স্বর্ণযুগের শিল্পী। তখন প্রতি সপ্তাহে দুটি করেও ছবি মুক্তি পেত। বছরে ১২০টির বেশি সিনেমা মুক্তি পেত, যা এখন নেই। কেন নেই? সেটির অনেক উত্তর আছে। আমি মনে করি আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতা রয়েছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সম্মিলিত দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্রকে আবার সেই স্বর্ণযুগে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য, মানুষকে হলমুখী করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এজন্য এরইমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন।  এই যে এফডিসি চত্বর ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত, আধুনিক ঢাকা শহরের সাথে এই চত্বরের মিল একটু কম। সেজন্য আমরা এফডিসিকে আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে ৫৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া আমরা এফডিসিতে ৩২২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করতে যাচ্ছি। যেখানে শুধু এফডিসির অফিসগুলো থাকবে তা নয়, সেখানে আধুনিক সিনেমা হল থাকবে, সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা অফিস থাকবে। এই ভবনটি নির্মাণ হলে এফডিসি লাভবান হবে এবং এটি বাংলাদেশের চলচ্চিত্রকে বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’
জাতীয় চলচ্চিত্র দিবস: যা বললেন তথ্যমন্ত্রী দুই দিনের আয়োজনের প্রথম দিন আজ (৩ এপ্রিল) আরও কিছু কর্মসূচি চলবে। এরমধ্যে আছে মেলা, স্থিরচিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী। দ্বিতীয় দিন আগামীকাল (৪ এপ্রিল) বিকাল পাঁচটায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন মাহি, নিরব, ইমন, সাইমন, শিপন, জয়, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা। সন্ধ্যায় রয়েছে লেজার শো ও আতশবাজি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা