X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মৃত সুপারহিরোদের জন্য রাখা হলো শূন্য চেয়ার!

বিনোদন ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১৪:২০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:২৩

স্মরণীয় সেই সংবাদ সম্মেলন

দুনিয়া কাঁপানো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির শেষ প্রান্তে অনেক সুপারহিরো মাটিতে মিশে গেছেন। সিনেমার সেই ঘটনা নিয়ে স্মরণীয় এক সংবাদ সম্মেলন করলেন সেই ছবিতে বেঁচে থাকা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বাকি নায়করা।
মূলত নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির জন্য রবিবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একমঞ্চে এভাবেই হাজির হলেন তারা।

‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র থেকে শুরু করে ‘ক্যাপ্টেন মার্ভেল’ ব্রি লারসনসহ সবাই হাজির হন বিশেষ প্রচারণামূলক আয়োজনে। সেখানে সভাপতিত্ব করেন অভিনেতা-পরিচালক জন ফ্যাব্রিউ। হৃদয়ছোঁয়া বক্তব্যের মাধ্যমে শুরুটা করেন তিনি। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির যেসব সুপারহিরো ও অভিনেতারা সম্মেলনে নেই তাদের স্মরণ করা হয় এ সময়।

ভিলেন থানোসের শক্তির কাছে হেরে মারা যাওয়া সুপারহিরোদের জন্য কয়েকটি আসন শূন্য রাখেন মার্ভেল কর্তৃপক্ষ। জন ফ্যাব্রিউ দেখিয়ে দেন সেগুলো। তখন মঞ্চে আরও ছিলেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ক্রিস ইভান্স, ‘থর’ ক্রিস হেমসওর্থ, ‘হাল্ক’ মার্ক রাফালো, ‘ব্ল্যাক উইডো’ স্কারলেট জোহানসন, ‘অ্যান্ট-ম্যান’ পল রুড, ‘হক আই’ জেরেমি রেনার, ডানাই গুরিরা, ডন শিডল, কারেন জিলান, মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফিজ, পরিচালকদ্বয় অ্যান্থনি ও জো রুশো।

শূন্য আসনগুলো দেখিয়ে জন ফ্যাব্রিউ বলেন, ‘ইনফিনিটি ওয়ার-এর পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কিছু পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে।’

সুপারহিরোদের জন্য শূন্য আসন রাখায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভক্তরা আবেগাপ্লুত মন্তব্য করেছেন। ‘স্পাইডার-ম্যান’ টম হল্যান্ড, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ বেনেডিক্ট কাম্বারব্যাচ, ‘লকি’ টম হিডেলস্টোন, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ তারকা ক্রিস প্রাট, জোয়ি স্যালডানা, ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোজম্যানসহ অনেককে দেখতে না পেয়ে আবেগপ্রবণ হন অনেকে।
আগামী ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মার্ভেলের কমিকসের জনপ্রিয় অতিমানবদের নিয়ে বানানো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রির দিক দিয়ে রেকর্ড গড়েছে এটি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফানড্যাংগোতে ছয় ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এর আগে এত দ্রুত কোনও ছবির টিকিট শেষ হয়নি।


‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির ট্রেলার:

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার