X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মঞ্চনাটক নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:০৩

সেলসম্যানের সংসার নাটকের দৃশ্য

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তকে এবার ভিন্ন ভূমিকায় দেখবে ঢাকার দর্শক। গান বা চলচ্চিত্রে অভিনয় নয়, মঞ্চনাটক নিয়ে আসছেন এই শিল্পী।

আগামী ৯ জুলাই ঢাকায় মঞ্চস্থ হবে অঞ্জন দত্ত প্রোডাকশনের নাটক ‘সেলসম্যানের সংসার’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘অঞ্জনযাত্রা’ বইয়ের লেখক সাজ্জাদ হুসাইন।
সাজ্জাদ হুসাইন বলেন, ‘‘এবারই প্রথম মঞ্চনাটক নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত। আগামী ৯ জুলাই নাটক মঞ্চায়নের পাশাপাশি ‘অঞ্জনযাত্রা’ নিয়েও কথা বলবেন তিনি। নাটকটি কোন মঞ্চে পরিবেশন হবে, আপাতত আমরা তা প্রকাশ করছি না। শিগগিরই তা জানানো হবে।’’

গানের পাশাপাশি অভিনয়ের জন্যও প্রশংসিত অঞ্জন দত্ত। এছাড়া পরিচালক হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। ১৯৯৮ সালে তিনি প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন। এর নাম ‘বড়দিন’। সর্বশেষ ২০১৭ সালে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ পরিচালনা করেন তিনি। বেশিরভাগ ছবিতে তাকে পর্দার সামনেও দেখা গেছে।

এদিকে মঞ্চনাটক প্রসঙ্গে জানা যায়, আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ নাটকটি। এটি তৈরি করেছেন অঞ্জন দত্ত নিজেই।
নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে ‘সেলসম্যানের সংসার’। নাটকে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত নিজেই। চলতি বছর জানুয়ারিতে এটি প্রথম মঞ্চে আসে। এর ছয় মাস পর এটি মঞ্চায়ন হতে যাচ্ছে এপার বাংলা ঢাকায়।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়