X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তাদের জীবনের গল্প একই

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৯:০৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:৩০

রেলস্টেশনে তারা চারজন প্রায় দশ বছর পর রায়হান (ইন্তেখাব দিনার) আর মিতালির (তানভীন সুইটি) দেখা। সেই রেলস্টেশনে। যেখান থেকে তাদের সম্পর্কের শুরু হয়, আবার শেষও হয়!
এতো বছর পর দেখা হওয়ায় দু’জনে বেশ আবেগঘন মুহূর্তে চলে যায়। তাদের গল্পের সঙ্গে এই প্রজন্মের অমিত (নিলয় আলমগীর) ও লাজের (নুসরাত জান্নাত রুহী) জীবনের গল্পটাও প্রায় একই।
সামান্য একটি ভুলের কারণে রায়হান ও মিতালির জীবনে যে বিচ্ছেদের ঘটনা ঘটে তা যেন কোনোভাবেই অমিত ও লাজের জীবনে না ঘটে, সেটি নিয়েই এগুতে থাকে নাটকের গল্প।
এমনই এক গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘তখন এই সময়ে’। থ্রি সিক্সটি ডিগ্রির ব্যানারে নির্মিত নাটকটি লিখেছেন সৈয়দ ইকবাল আর পরিচালনা করেছেন মাসুদ আল জাবের।
নাটকটি প্রসঙ্গে রুহী জানান, ‘এখানে আমি একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছি। গল্প ও চরিত্র- দুটোকে সমন্বয় করে কাজটি করেছি আমরা। আশা করছি দর্শক নাটকটি দেখে মুগ্ধ হবেন।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, ইশরাত হক, শাহজাহান কবীর, বাদশা বুলবুল, রিফাত আরা রুম্পাসহ একঝাঁক নৃত্যশিল্পী।
পরিচালক মাসুদ আল জাবের বলেন, ‘নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। দুই প্রজন্মের দুই জুটির জীবনের গল্প তুলে ধরেছি। গল্পের প্রয়োজনে নাচের আয়োজন এবং রেলস্টেশনসহ নানা জায়গায় শুটিং করেছি। সব মিলিয়ে অন্যরকম একটি গল্পের নাটক দেখবেন দর্শক।’
পরিচালক আরও জানান, নাটকটি খুব শিগগিরই এনটিভির পর্দায় প্রচার হওয়ার কথা রয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!