X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাচে আর গানে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ০১:২৩আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:৫৯

নাচে আর গানে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ রঙের ছটা, নাচের দোল আর গানের মূর্ছনায় বর্ষবিদায়ের অনুষ্ঠান চৈত্রসংক্রান্তি আর নতুন বর্ষকে বরণ করে নিলো দেশের অন্যতম রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান-সংগঠন রবিরাগ।
সংগঠনের সভাপতি আমিনা আহমেদ ও পরিচালক সাদি মহম্মদের নেতৃত্বে চলে বৈচিত্র্যপূর্ণ এই আয়োজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
নাচে আর গানে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ কবিগুরুর গান দিয়ে পুরো অনুষ্ঠান সাজানো হয়। ছিল নাচের চমকও। এতে সংগঠনের শিল্পীরা সম্মিলিত ও একক কণ্ঠে গানগুলো পরিবেশন করেন। এগুলোর মধ্যে আছে- খেলা ভাঙার খেলা, অন্তরে বহে, মিলন হলো, এ বেলা ডাক পড়েছে, বিস্ময় জাগে, দক্ষিণ পবনে, ধীরে ধীরে, তোমার দূরের, আজ সার রঙে রঙ মেশাতে হবে, একটুকু ছোঁয়া লাগে, সাজালো ডালা, ফিরে চল মাটির টানে, ও চাঁপা ও করবী, ধন্য করো, ফিরবো না, চাঁদের আলো, বনে যখন উঠল কুসুম প্রভৃতি।
পুরো আয়োজনে একটানা মনোমুগ্ধকর সব গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন সাদি মহম্মদ।
নাচে আর গানে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ

ছবি: সাজ্জাদ হোসেন

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…